"গুমাঙ্ক ও গুমাতঙ্ক"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০২ মে, ২০১৪, ০৯:৫৩:০৭ রাত



কতজন গুম হলো ভাই এ সপ্তাহে?

সাত?

আট?

নাকি ৯ ?

নারায়ণগঞ্জে রোববার ৭,

বৃহস্পতিবারে ১।

শুক্রবার বেগম্মগঞ্জ- নীয়াখালীতে ১

...... মোট কত হল ভাই?

কত লাশ নদীতে ভাই?

পাঁচ, ছয় নাকি ৭ ?

কতটি লাশ চেনা গেল ভাই?

পাঁচ নাকি সাত?

ওফ! ক্লাস ফোরে অঙ্কে ১০০ পেয়েছিলাম,

তবুও এই সহজ যোগটাই পারছিনা!

বলুন না ভাই মোট কত হল?

একটু যোগটা করে দিন না ভাই?

কল্পনা করতে পারেন?

হ্যাঁ। এটা আর কল্পনা নয়।

এটা এখন সব নাগরিকের মনের মধ্যে প্রবলভাবে জুড়ে থাকা একমাত্র চিন্তা।

আমি কি গুম হয়ে যাব?

আমার সন্তান কি ফিরে আসবে ঘরে?

আমার নিকটজন কি আজ হয়ে পড়বে গুম কিংবা অপহরণ কিংবা খুনের শিকার?

নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর এখন সন্ত্রাসের জনপদ।

ভয় নামের এক অদৃশ্য পারদ এখন ভয়ানক ভারী হয়ে জুড়ে বসেছে প্রতিটি মানুষের অন্তরে। এখন ভয়ের কৃষ্ণপক্ষ নেমে এসেছে দিবারাত্রি ২৪ ঘণ্টা, জনপদে জনপদে।

এখন ‘এই বুঝি এল অপহরণকারীরা’—

এই শঙ্কায় রাত্রি আসার আগেই রাত নেমে আসছে লোকালয়ে,

ভয়ে শিশুরা কাঁদতে ভুলে যাচ্ছে,

জুজু নয়, গুম-খুন-অপহরণের ভয়ে পাখিরাও ভুলে যাচ্ছে কূজন তুলতে।

মনে হচ্ছে, ভয়ের এই প্রবল গুমোট হাওয়ায় অকারণে প্রসব করে ফেলবে গর্ভিনী গবাদিপশুও।

এর চেয়ে ভয়াবহ কথা আর কী হতে পারে?

এই মৃত্যু উপত্যকাই আমার দেশ!

জল্লাদের এই উল্লাসমঞ্চই আমার মাতৃভূমি?

(শেষের ৩ প্যারা আনিসুল হকের লেখা থেকে)

(বিঃ দ্রঃ) গুমাঙ্ক= গুমের অঙ্ক ।

বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216661
০২ মে ২০১৪ রাত ০৯:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০২ মে ২০১৪ রাত ১১:২৩
164867
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে ।
216666
০২ মে ২০১৪ রাত ১০:০২
ফেরারী মন লিখেছেন : অন্যে হিসেব না কষে নিজের হিসেব কষেন । নিজে কবে গুম হচ্ছেন সেই ডেট ফিক্সড করেন। Big Grin Big Grin
০২ মে ২০১৪ রাত ১১:২৪
164868
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : মন্দ বলেননি।
216788
০৩ মে ২০১৪ সকাল ০৮:৪৯
হতভাগা লিখেছেন : রায়ের বাজারের বধ্যভূমির ছবি ভালই চালাইয়া দিতাছেন এই ফাঁকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File