আর কত লাশ চাই ?
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০২ মে, ২০১৪, ০৪:৩১:৫৯ বিকাল
কোরবানীর মৌসুমে হাট থেকে ফেরা মানুষদের আমরা বলি,
ভাই কত হলো, কত দিয়ে কিনলেন গরু । কত দিয়ে কিনলেন আপনার কোরবানীর ছাগল, আমিও কিনেছি এক্তা.........টাকা, উৎসব আর উৎসব।
আর এখন ,
ভাই কতজন গুম হলো আজ?
তাঁরা কি ছাড়া পেয়েছে যারা কাল অপহৃত হয়েছিলেন?
হায় হায় ! আমার স্বামীকেও নিয়ে গেছে... আপনার সন্তান কি ফেরত এসেছে????
এ যেন গুমের উৎসব,
এ যে লাশের উৎসব।
কোন লাশ আপনার?
কোন লাশ আমার?
কত রকমের লাশ!
থেতলে দেওয়া, বিকৃত লাশ।
গায়ে ইট বাধা অচেনা লাশ।
নদির পানিতে লাশ, নদীর তীরে লাশ,
শিশুর লাশ, নারী ও পুরুষ যুবক কিংবা বৃদ্ধ।
এ যে লাশের জনপদ, মৃত্যুপুরী।
আর কত লাশ চাই?
বিষয়: বিবিধ
১৪৩০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জয় মগের মুল্লুকের
মন্তব্য করতে লগইন করুন