বিবসনা কিংবা বসনা - দুটোই যখন ঘুম হারামের কারণ

লিখেছেন লিখেছেন মিনার রশীদ ১০ মার্চ, ২০১৪, ০৭:৩৬:২৮ সন্ধ্যা



ডক্টর ডালিয়া মোজাহেদ(Dr.Dalia Mogahed) নামে এক মেয়ে প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা হয়েছেন। কম বসনা কিংবা বিলকুল বিবসনাদের ওই দেশটিতে তিনি একটু বেশী বসনা । তাঁর মাথার হিজাব কিংবা ধর্মের প্রতি তাঁর অানুগত্য এই পদটি পেতে তাঁর জন্যে কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই। কেমন তুখোড় মেধা ও ব্যাক্তিত্বের অধিকারী হলেই এই অবস্থানে পৌছা সম্ভব তা সহজেই অনুমেয়।

মাথায় হিজাব দেখে অনেকেই হয়তো ভাববেন যে আরব দেশের কোন রাজা বাদশা সফরে গেলে হোয়াইট হাউজে মিলাদ পড়ানোর মত কোন কাজে হয়তোবা এই উপদেষ্টাকে ব্যবহার করা হয়। তবে গুগলসে সার্চ দিলেই তাঁর মেধা ও বিভিন্ন অর্জন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। উইকিপিডিয়াতে ডঃ ডালিয়া মোজাহেদের কাজ সম্পর্কে যা লেখা আছে তার কয়েকটি লাইন হুবহু তুলে ধরা হলো।

Mogahed was invited to testify before the US Senate Committee on Foreign Relations about US engagement with Muslim communities, and was a significant contributor to the Homeland Security Advisory Council's Countering Violent Extremism Working Group. She worked with Madeleine Albrightand Dennis Ross on the US-Muslim Engagement Project to produce policy recommendations - many of which were adopted by the administration of President Barack Obama.

কােজই আমাদের দেশের ব্যারিস্টার তানিয়ার মতো কাউকে নিয়োগ না দিয়ে ডঃ ডালিয়া মোজাহেদের মত কাউকে এই কাজের জন্যে নিয়োগ দেয়ায় আমেরিকান প্রশাসনের প্রজ্ঞাটি বোধহয় ফুটে উঠেছে। সকল মাদ্রাসা বা নৈতিক শিক্ষাকে জঙ্গীবাদের সাথে গুলিয়ে ফেলা ব্যারিস্টার তানিয়া এবং মুসলিম কম্যুইনিটির সম গেটাপ ও মেকাপের আরো অনেক তানিয়া বিশ্বব্যাপী জঙ্গীবাদ, জঙ্গীবাদ বলে অনেক চেচিয়েও এদের মনোযোগ আকর্ষন করতে পারেন নি। এই ধরনের সহজ তরিকায় উৎপাদিত মাকাল ফল এবং কঠিন সাধনায় তৈরি খাটি ফল এরা আমাদের চেয়েও ভালোভাবে চিনতে পারে।

কিন্তু ডঃ ডালিয়া মোজাহেদের এই খবরটি এ পর্যন্ত যতজন মানুষ জেনেছে তার চেয়ে অনেক বেশী সংখ্যক জেনে গেছে বাংলাদেশী বংশোদ্ভুত মাকসুমার কথা। এদেশের মাকসুমা যুক্তরাষ্ট্রে গিয়ে হয়ে পড়েছেন 'মাকস'। বাংলাদেশের যে কোন সখিনা বুকের এবং দরকার মত অন্য জায়গার কাপড়খানা ঠিক জায়গায় এভাবে একটু খুলতে পারলেই রাতারাতি 'সাকস' বনে গিয়ে সাকসেসের চূড়ায় উঠে যেতে পারেন । বিখ্যাত হওয়ার সবচেয়ে সহজ তরিকা এটি। তসলিমা নাসরীনের তরিকার চেয়েও সহজ তরিকা এটি।

নারী দিবসে কায়দা করে মাকসুমাদের এই সহজ তরিকাটি সামনে ঠেলে দেওয়া হলেও ডঃ ডালিয়া মোজাহেদদের কঠিন সাধনার গল্পগুলি কখনই আলোচনায় আনা হবে না।

সম্পূর্ণ নগ্ন হয়ে এই সখিনা বুকের সামনে Made in Bangladesh লিখে একটি পোজ দিয়েছেন। একটি বণিক গোষ্ঠি চমৎকারভাবে আমাদের উক্ত সখিনার রাতারাতি বিখ্যাত হওয়ার শখটিকে পুজি করে ফেলেছে। এখন এই সখিনাকে নিয়ে গর্বে নাচানাচি করলেও যেমন প্রচার হবে তেমনি রাগে-দুঃখে কাঁদলেও তার অন্যথা হবে না।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190094
১০ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
হতভাগা লিখেছেন : নারী দিবসে মাকসুমার এই সাহসী পদক্ষেপ নারীদের এগিয়ে যাওয়াকেই প্রমাণ করে ।
190103
১০ মার্চ ২০১৪ রাত ০৯:৪৭
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
190421
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৫১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সস্তা জনপ্রিয়তার জন্য তারা এটি করে। কিন্তু দুঃখের বিষয় হল আমরাই তাদেরকে বিখ্যাত করে তুলি এসব ফালতো বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা করে।
190447
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:১৬
সজল আহমেদ লিখেছেন : মোটামুটি ভাল লেগেছে।
190672
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
ইবনে আহমাদ লিখেছেন : যে বোধ থেকে লিখেছেন সেই বোধ আর চেতনার পক্ষের লোকের অভাবটাই বেশী দু:খী বাংলায়। আর যারা এই কাজটা করা উচিত ছিল তারা অন্য কাজে ব্যস্ত। আপনাকে মোবারকবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File