নেতৃত্ব পরিবর্তনঃ শুধুই কি রাজনৈতিক দাবী

লিখেছেন লিখেছেন নাহিদ নোমান ২৩ জানুয়ারি, ২০১৫, ০৩:৫৯:০৯ রাত

পৃথিবীতে মানব জীবনের সকল দুঃখ-দূর্দশা ও বিপদ-আপদের মূলীভূত কারণ হচ্ছে ক্রিমিনাল, পাপী ও সেচ্চাচারীদের নেতৃত্ব। পৃথিবীর সর্বাধিক কাজকর্মের নেতৃত্ব ও কর্তৃত্ব কেবলমাত্র সৎ ও মানবকল্যানকারী লোকদের হাতে ন্যাস্ত হওয়ার উপরেই মানবতার কল্যাণ একান্তভাবে নির্ভর করে। কিন্তু বর্তমানে মানুষ এই কথা মাত্রই হৃদয়ংগম করতে পারছে না। সচেতনতার খোলাসে মানুষ একে একটি রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করছে আর কিছু মানুষ কিছুটা হিংসার বশবর্তী এবং অনেকটা অজ্ঞতাবশত মানব সমাজের মূলগত সমস্যা সম্পর্কে একেবারেই অচেতন হয়ে আছে। আজ বিশ্বের মানব সমাজে মহাবিপর্যয় সৃষ্টি হয়েছে, অত্যাচার-জুলুম ও নির্যাতন-নিষ্পেষণের প্লাবন বয়ে চলছে, মানবচরিত্রের যে সর্বাত্মক ভাঙ্গন ও বিপর্যয় দেখা দিয়েছে, মানবীয় সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির প্রতি রন্ধ্রে রন্ধ্রে যে বিষ সংক্রমিত হয়েছে, পৃথিবীর যাবতীয় উপায়-উপাদান এবং মানব বুদ্ধির আবিষ্কৃত সমগ্র শক্তি ও যন্ত্র যেভাবে মানুষের কল্যাণ ও উন্নতি বিধানের পরিবর্তে ধ্বংস সাধনের কাজে নিয়োজিত হচ্ছে --এসবের জন্য মানব সমাজের বর্তমান নেতৃত্বই যে একমাত্র দায়ী, তাতে আর কোন সন্দেহ থাকতে পারে না।

আধুনিক এই বিশ্বে সৎ ও সত্য প্রিয় মানুষের কোন অভাব নেই-একথা ঠিক, কিন্তু বিশ্বের যাবতীয় কাজ-কর্মের কর্তৃত্ব এবং সমাজ যন্ত্রের কোন চাবিকাঠি তাদের হাতে নয়, এ-ই স্বতঃসিদ্ধ। বরং বর্তমান পৃথিবীর সর্বত্রই কর্তৃত্ব রয়েছে স্রষ্ঠাবিমূখ, কুটিল ও নৈতিক চরিত্রহীন মুষ্টিমেয় কিছু নেতাদের মুষ্টিতে। এমতাবস্থায় যদি কেউ সমাজের সংস্কার-সংশোধন করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয় এবং বিপর্যয় উচ্ছৃংখলা, অশান্তি, অসচ্চরিত্রতা এবং অন্যায়কে পরিবর্তিত করে শান্তি-শৃংখলা এবং সুসংবদ্ধতা-সচ্চরিত্রতা প্রতিষ্ঠার জন্য চেষ্টানুবর্তী হয়, তাকে বিভিন্ন অপবাদের তকমা-ট্যাগ দিয়ে সমাজ থেকে বিতারিত করাই চলামান অসৎ নেতৃত্বের প্রধান ও একমাত্র কাজ বলে চিহ্নিত হয়ে আছে। অন্যদিকে জাতির মধ্যে সত্য ও ন্যায়পন্থীরা সংখ্যয় যত বেশিই থাকুক না কেন তারা সবাই এটাকে অযাচিত ঝামেলা মনে করে ইগনোর করে থাকে। অথচ সংস্কারবাদী প্রত্যেকটি মানুষের অপরিহার্য কর্তব্য হলো নিজেরা একত্রিত ও সংঘবদ্ধ হয়ে সমষ্টিগত শক্তি অর্জন করা এবং সমাজ ও রাষ্ট্রের কর্তৃত্ব ও নেতৃত্ব পাপিষ্ঠ ও অসৎ লোকদের হাত হতে কেড়ে সত্যপন্থী ও আদর্শবাদী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কার্যকরী পন্থা অবলম্বন করা।

বিষয়: রাজনীতি

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File