কারা মানবতাবিরোধী তা আর আমাদের বুঝবার বাকি নেই
লিখেছেন লিখেছেন জাগ্রত চৌরঙ্গী ২৩ অক্টোবর, ২০১৪, ১১:৪৭:৩৯ রাত
অনেকদিন ব্লগে কোন পোষ্ট দেই না।
সর্বশেষ পোষ্ট দিয়েছিলাম ব্লগার ভীশু ভাইয়ের অনুরোধে
পবিত্র রামজান মাসে (রমজান বিষয়ক আলোচনা)।
০৫ জুলাই, ২০১৪, সময় ১২:২৮:০২ দুপুর
তবে মাঝে মধ্যেই লগ-ইন না করেই প্রিয় ব্লগারদের
লেখা পড়ে যাই ...
মন্তব্যও করি না অলসতা করে।
আজ আর লগ-ইন না করে থাকতে পারলাম না।
প্রচন্ড দুঃখে মনটা ভারাক্রান্ত অধ্যাপক গোলাম আযম সাহেবের ইন্তিকালের খবর পেয়ে।
(যদিও আমি কোন রাজনীতি করি না)
আমি ভালোবাসি তাদেরকে যারা দুনিয়ার বুকে ইসলামী শাসন কায়েমের জন্য লড়াই করেন।
যা বলতে চাচ্ছিলাম, এই মুহুর্তে অনেক ইসলামপন্থী ভাইয়ের গন্ড বেঁয়ে তপ্ত-অশ্রু গড়িয়ে পরছে আর প্রচন্ড কষ্ট বুকে নিয়ে অধ্যাপক গোলাম আযম সাহেবের বিষয়ে পোষ্ট করছেন তখন কিছু মানুষ নামধারী নরপশু অধ্যাপক গোলাম আযম সাহেবের বিষয়ে বাজে মন্তব্য করে পোষ্ট করা শুরু করেছেন।
কতটা অমানুষ আর বর্বর হলে একজন মানুষের মৃত্যুতে আর একজন মানুষ উল্লাস করতে পারে তা সবাই বোঝে।
এইসব নরপশুদেরকে বলছি ৭১এর যুদ্ধ আমরা দেখিনি
আমরা একজন মানুষের মৃত্যুতে আপনাদের উল্লাস দেখেছি;
কারা মানবতাবিরোধী তা আর আমাদের বুঝবার বাকি নেই।
আর কিছু বলতে চাই না ....
মনে রাখবেন:
"মৃত্যুর ফায়সালা আসমানে হয়,জমিনে নয়"।
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর একটা কথা ... আপনার কাছে কি গায়েব থেকে কোন বার্তা এসেছে যে আপনি গাড়ির তলে পড়ে বা প্রচন্ড রোগে ভুগে প্রচন্ড যন্ত্রনা পেয়ে মারা যাবেন না .. অথবা ফাঁসির দড়িতে ঝুলে মারা যাবেন না?
আপনি কি নিষ্চিত যে আপনি ঘুমের মধ্যে কোন কষ্ট ছাড়াই মারা যাবেন ?
নাকি আপনি অমরত্ব লাভ করেছেন !!?
দেশ জনতার গণআদালতে, তোমাদের নাই ক্ষমা।
মোল্লারা আজো নম্র-ভদ্র, এখনো শান্ত-ধীর।
তোমরাই হলে পাপে কলুষিত, কলঙ্ক এ জাতির।
নীতিশৃঙ্খলা শ্রদ্ধা-ভক্তি, এখনো তাদের আছে।
দেশ জাতি যাহা করে না আশাই, আজ তোমাদের কাছে।
হয়তো তাহারা কিছুটা সরল, চুপচাপ সাদা-সিধা।
এদের কারনে সমাজের, হলো কি অসুবিধা?
ঈমাধ-আমল দেশপ্রেম, সবি আছে তাহাদের মাঝে।
জেনে বুঝে সব চুপ-চাপ তারা, আছে তাহাদের কাজে।
তাই বলি- বাছা! অযথাই শুধু খুঁচিওনা তাহাদেরে।
বলাতো যায় না, আরামের ঘুম নিতে পারে তারা কেড়ে!
মন্তব্য করতে লগইন করুন