আমাকে কে খাওয়াচ্ছেন !!!!!!!!!!!!!????????????
লিখেছেন লিখেছেন জাগ্রত চৌরঙ্গী ২৭ মে, ২০১৪, ১১:৩৭:২১ সকাল
হে প্রিয় ভাই/বোন এই যে এগুলো দেখুন
এগুলো অবশ্যই সবাই চেনেন, জ্বী এগুলো চাল।
এই চাল দিয়ে ভাত রান্না করা হয়- সেই ভাত আমরা খাই
কিন্তু এই চাল কোথা থেকে আসে!?
তার উত্তর কৃষক ধান চাষ করে সেই ধান থেকে চাল হয় আবার সেই ধান চাল ব্যাবসায়ীরা কৃষকের কাছ থেকে কিনে বাজারজাত করেন আর আমরা আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে সেই চাল বাজার থেকে কিনে আনি তারপর আমাদের মা/বোন বা স্ত্রী বা কাজের বুয়া রান্না করে দেন তারপর আমরা খাই।
তাহলে কি বুঝা গেলো ?
আমরা চাকরি বাকরি, ব্যাবসা বানিজ্য করে মাথার ঘাম পায়ে ফেলে চাল কিনি .......ভাত খাই ।
আসলেই কি তাই !?
অনেক সময় দেখা যায় চালবাজারে অনেক চাল মাটিতে পরে থাকে অথবা বাসায় চাল ধোঁয়ার সময় ঝাড়ার সময় অনেক চাল পরে যায় ।
আচ্ছা ভাই, এখন আসি আসল কথায় :
আমি আপনাকে বাংলাদেশ ব্যাংকের আর বিশ্ব ব্যাংকের সব টাকা পয়সা যদি এনে দেই আপনি কি পারবেন এই একটা চাল তৈরী করতে !?
মানে আর একটু ক্লিয়ার করছি:
আপনাকে যদি বাংলাদেশ ব্যাংকের ভল্টের ভেতরে অথবা বিশ্ব ব্যাংকের ভল্টের ভেতরে ঠুকিয়ে দিযে বলা হয় এখানকার সব টাকা তোমার এখন থেকে তুমি এই ভল্টের ভেতরেই থাকবে এবং এখানে বসেই তুমি চাল বানাবে আর খাবে , তাহলে কি আপনি পারবেন এই একটি চাল বানাতো আর ভাত রান্না করে খেতে!?
উত্তরে অবশ্যই আপনি বলবেন না।
এই ছোট্ট একটি উদাহরন দিয়েও কি আমরা
বুঝতে পারছিনা যে,
মহান স্রষ্টা আমাদের রব- আমাদেরকে দয়া করে করুনা করে খাওয়াচ্ছেন -আমাদের চাকরি, আমাদের ব্যাবসা, আমাদের রাজনৈতিক নেতা, মন্ত্রী-মিনিষ্টার অথবা কোন পীর আমাদেরকে খাওয়ানোর ক্ষমতা রাখেন না !!!!
তারপরও কি আমরা সেই মহাপ্রভুর গোলামী না করে অন্য কারও গোলামী করবো !!?
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
আমরা এখন শুধু ভোগ করতেই ব্যাষ্ত।
মন্তব্য করতে লগইন করুন