বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি

লিখেছেন লিখেছেন জাগ্রত চৌরঙ্গী ২০ মে, ২০১৪, ১১:৫০:২৬ সকাল

বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি নামে বেশ কয়েকটি এজেন্সি চালু হয়েছে,

কিন্তু এই এজেন্সিগুলো কতটুকু সফলতা লাভ করবে !!?

আর এই এজেন্সিগুলো মুলত‍‍ কি ধরনের কাজ করছে !!?

তারা কতদিন টিকে থাকতে পারবে!?

গতকাল নিচের এই বিজ্ঞাপনটি দেখে ফোন করেছিলাম।

Private Investigator (Detective)

কথা বলে বুঝলাম এদের উদ্দেশ্য ভালই।

কিন্তু মনে হয় না তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারবে।

ছোটবেলায় ফেলুদা, মাসুদ রানা আর শার্লক হোমসের পোকা ছিলাম। অ্যাডভেঞ্চার পড়তে পড়তে অল্পবিস্তর গোয়েন্দাগিরিতেও ঝুঁকেছিলাম।

তখন ভাবতাম বড় হয়ে জাঁদরেল প্রাইভেট ইনভেস্টিগেটর হব। কিন্তু .................

বিষয়: বিবিধ

২৫৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223666
২০ মে ২০১৪ দুপুর ১২:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যিই কি ডিটেকটিভ এজেন্সি খুলার অনুমতি দেয়া হয়েছে???
ভারতেও প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে। একটি প্রশিক্ষন ইন্সটিটিউট এবং তাদের স্বিকৃত ট্রেড ইউনিয়ন ও আছে। এই অনুমতি অনেক আগেই দেয়া উচিত ছিল।
কিশোর পাশা হওয়ার শখ এখনও শেষ হয়নি।
২০ মে ২০১৪ দুপুর ১২:০৬
170993
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : বুড়া বয়সে এখন আবার সেই ইচ্ছাটা মাথা চাঁড়া দিয়ে উঠেছে আমার
223668
২০ মে ২০১৪ দুপুর ১২:০৬
আহমদ মুসা লিখেছেন : বাংলাদেশের মত হ য ব র ল মার্কা দেশে প্রাইভেট ইনভেস্টিগের অপব্যবহারই বেশী হওয়ার আশংকা।
২০ মে ২০১৪ দুপুর ১২:১২
170996
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : অপব্যবহার হবে কিনা জানিনা, তবে এদেরকে কাজ করতে দেওয়া হবে না এটা আমি নিশ্চিত....
223678
২০ মে ২০১৪ দুপুর ১২:১৫
নেহায়েৎ লিখেছেন : ভাল যদি নিরপেক্ষ কাজ করতে পারে। আর যদি এরাই প্রাইভেট গোয়েন্দার নামে অন্য কিছু করে তাহলে এগুলো ব্যাঙের ছাতার বাড়তেই থাকব আর এক একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হবে। যেমন এখনকার পত্রিকার ব্যবসা।
২০ মে ২০১৪ দুপুর ১২:২৩
171000
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : ঠিক বলেছেন ভাই, তবে শুরুতেই সমলোচনা না করে তাদেরকে কার্যক্রম পর্যবেক্ষন করা দরকার ... তারমানে তাদের উপর গোয়েন্দাগীরি করা দরকার Tongue
223793
২০ মে ২০১৪ বিকাল ০৪:২৭
পুস্পিতা লিখেছেন : চালু করে আমাদের জানাবেন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File