ব্লগিং স্কুলে আসুন– হয়ে উঠুন একজন সফল ব্লগার [৩য় ক্লাস]
লিখেছেন লিখেছেন জাগ্রত চৌরঙ্গী ১৩ মে, ২০১৪, ০১:৪৩:০৭ দুপুর
২য় ক্লাশটি এখানে
বন্ধুগণ আবার ও সালাম জানিয়ে আজকের মূল্যবান পোস্টটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে ব্লগিং শুরু করবেন। ব্লগিং শুরু করার জন্য এক ধরণের মনমানুষিকতার ও প্রয়োজন আছে। চলুন আজ যেনে নিই কিভাবে ব্লগিং এ এগিয়ে জাবেন।
এখন আপনাকে ভাবতে হবে আপনি কি নিয়ে ব্লগিং করবেন। অনেকে আছেন হুট করে এক বিষয় নিয়ে ব্লগিং শুরু করে দেন। এতে তিনি এক পর্যায়ে গিয়ে থামতে বাধ্য হন। কারন তার জ্ঞানের ঝুলি শেষ। তাই আপনাকে এমন একটি বিষয় বেছে নিতে হবে, যেটা আপনি সবচেয়ে ভালো বুঝেন। ধরুন আপনি ঘুরতে ভালোবাসেন, বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আপনি ব্লগিং করলেই আপনার ভালো হবে। কারন আপনি সেটা সম্পর্কে জানেন।
যদি আপনি একটা দর্শনীয় জায়গায় গেলেন কিন্তু আপনি বেড়াতে ভালোবাসেন না। আপনি কি একটা জায়গা সম্পর্কে জানেন জন্যই সেই বিষয় নিয়ে ব্লগিং শুরু করবেন? এটা থবে আপনার ভুল। কারন আপনি ভ্রমন সম্পর্কে আর কিছুই জানেন না। এজন্যই আপনাকে এমন একটা বিষয় বেছে নিতে হবে, যার সম্পর্কে আপনার বিস্তর জ্ঞান রয়েছে এবং ভবিষ্যতে আরও কিছু জানার নিশ্চয়তা আছে।
অনেকেই আছেন শখের বশে ব্লগিং শুরু করেন, কিন্তু পরে সময় দিতে পারেন না। এতে তার কোন লাভ হবে না। কারন হাতে প্রচুর সময় থাকলেই ব্লগিং করা উচিৎ। সাফল্য পাওয়ার পরে বেশী সময় না দিলেও চলে। তাই আপনাকে ব্লগিং এ সময় দেয়ার প্রতিজ্ঞা করেই ব্লগিং এ নামতে হবে। নতুবা আপনি খুব তাড়াতাড়িই ব্লগিং থেকে বিচ্ছিন্ন হয়ে পরবেন।মোটামুটি এই বিষয় গুলি ভেবে ব্লগিং শুরু করলেই আপনার জীবনে সাফল্য ধরা দিতে আসবে। যাই হোক আজকে আর পারব না। সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন