ব্লগিং স্কুলে আসুন– হয়ে উঠুন একজন সফল ব্লগার [৩য় ক্লাস]

লিখেছেন লিখেছেন জাগ্রত চৌরঙ্গী ১৩ মে, ২০১৪, ০১:৪৩:০৭ দুপুর

২য় ক্লাশটি এখানে

বন্ধুগণ আবার ও সালাম জানিয়ে আজকের মূল্যবান পোস্টটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে ব্লগিং শুরু করবেন। ব্লগিং শুরু করার জন্য এক ধরণের মনমানুষিকতার ও প্রয়োজন আছে। চলুন আজ যেনে নিই কিভাবে ব্লগিং এ এগিয়ে জাবেন।



এখন আপনাকে ভাবতে হবে আপনি কি নিয়ে ব্লগিং করবেন। অনেকে আছেন হুট করে এক বিষয় নিয়ে ব্লগিং শুরু করে দেন। এতে তিনি এক পর্যায়ে গিয়ে থামতে বাধ্য হন। কারন তার জ্ঞানের ঝুলি শেষ। তাই আপনাকে এমন একটি বিষয় বেছে নিতে হবে, যেটা আপনি সবচেয়ে ভালো বুঝেন। ধরুন আপনি ঘুরতে ভালোবাসেন, বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আপনি ব্লগিং করলেই আপনার ভালো হবে। কারন আপনি সেটা সম্পর্কে জানেন।

যদি আপনি একটা দর্শনীয় জায়গায় গেলেন কিন্তু আপনি বেড়াতে ভালোবাসেন না। আপনি কি একটা জায়গা সম্পর্কে জানেন জন্যই সেই বিষয় নিয়ে ব্লগিং শুরু করবেন? এটা থবে আপনার ভুল। কারন আপনি ভ্রমন সম্পর্কে আর কিছুই জানেন না। এজন্যই আপনাকে এমন একটা বিষয় বেছে নিতে হবে, যার সম্পর্কে আপনার বিস্তর জ্ঞান রয়েছে এবং ভবিষ্যতে আরও কিছু জানার নিশ্চয়তা আছে।

অনেকেই আছেন শখের বশে ব্লগিং শুরু করেন, কিন্তু পরে সময় দিতে পারেন না। এতে তার কোন লাভ হবে না। কারন হাতে প্রচুর সময় থাকলেই ব্লগিং করা উচিৎ। সাফল্য পাওয়ার পরে বেশী সময় না দিলেও চলে। তাই আপনাকে ব্লগিং এ সময় দেয়ার প্রতিজ্ঞা করেই ব্লগিং এ নামতে হবে। নতুবা আপনি খুব তাড়াতাড়িই ব্লগিং থেকে বিচ্ছিন্ন হয়ে পরবেন।মোটামুটি এই বিষয় গুলি ভেবে ব্লগিং শুরু করলেই আপনার জীবনে সাফল্য ধরা দিতে আসবে। যাই হোক আজকে আর পারব না। সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221026
১৩ মে ২০১৪ দুপুর ০২:৩৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ মে ২০১৪ রাত ১১:২৪
168690
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : ধন্যবাদGood Luck
221028
১৩ মে ২০১৪ দুপুর ০২:৪৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর ব্যবস্থাপনা, স্কুলে ভর্তি ফিস কত ?
১৩ মে ২০১৪ রাত ১১:২১
168686
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : একবুক ভালোবাসা আর দোয়া চাই Happy
221049
১৩ মে ২০১৪ বিকাল ০৪:০৭
ডাঃ নোমান লিখেছেন : ভালো লাগা রেখে গেলাম।
১৩ মে ২০১৪ রাত ১১:২২
168688
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : দোযা চাই ডাক্তার সাহেব Happy
221072
১৩ মে ২০১৪ বিকাল ০৪:৫০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সুন্দর উপস্থাপনা। আমি ভাই অফিসের কাজের ফাকে ফাকে প্রচুর সময় পাই বলে মাঝে মাঝে একটু মন্তব্য করে থাকি। পোষ্ট লিখতে অনেক টাইম লাগে। অত সময় আমার নাই।
১৩ মে ২০১৪ রাত ১১:২৩
168689
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : শত ব্যাস্ততার মাঝে এই অধমের পোষ্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
221238
১৪ মে ২০১৪ রাত ০৩:২৭
প্রবাসী মজুমদার লিখেছেন : মারহাবা। কোন এ্যাড ছাড়াই ক্লাশ শুরু। ভর্তি হতে চাই। ধন্যবাদ। ভাল ও উপকারী পোস্ট।
১৪ মে ২০১৪ সকাল ১০:৫৫
168825
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : আমার সশ্রদ্ধ সালাম ও অভিবাদন গ্রহন করুন।
221252
১৪ মে ২০১৪ রাত ০৩:৫২
শেখের পোলা লিখেছেন : মনে থাকবে৷ ধন্যবাদ৷
221369
১৪ মে ২০১৪ দুপুর ০১:১৭
আমি মুসাফির লিখেছেন : প্রয়োজনীয় নীতিমালা শেখানোর জন্য অনেক ধন্যবাদ
221566
১৪ মে ২০১৪ রাত ০৯:১৬
বৃত্তের বাইরে লিখেছেন : শুভ হোক পথচলা Good Luck Good Luck Good Luck
223585
২০ মে ২০১৪ রাত ০৪:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File