ব্লগিং স্কুলে আসুন এবং হয়ে উঠুন একজন সফল ব্লগার [১ম ক্লাস]

লিখেছেন লিখেছেন জাগ্রত চৌরঙ্গী ০৯ মে, ২০১৪, ০৯:০২:৫৩ রাত



সবাইকে ব্লগিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ১ম ক্লাসটি। ১ম ক্লাসে আপনাদের কে ব্লগিং সম্পর্কে কিছু ধারনা দেব। আজকে আমি যেই বিষয় গুলি নিয়ে আলচনা করব, সেগুলি হলঃ

১. ব্লগিং কি?

২. আমাকে কি জানতে হবে?

৩. ব্লগিং করে লাভ কি?

আমরা আজকে এই তিনটি বিষয় সম্পর্কে ধারনা নেয়ার চেস্টা করব। আশা করি এই ক্লাসের মাধ্যমেই আপনি ব্লগিং সম্পর্কে বিস্তারিত ধারনা পাবেন।

১. ব্লগিং কিঃ

ব্লগিং হল এমন একটি বিষয়, যেখানে আপনাকে শুধু একটি ওয়েবসাইট বা ব্লগে লিখতে হবে। সাধারনত যেই ওয়েবসাইটে ব্লগিং করা হয় সেটাকে ওয়েবসাইট না বলে ব্লগ বলা হয়। আমরা পরবর্তী ক্লাশে ব্লগ সম্পর্কে জানব। ব্লগে আপনার লেখালেখিকেই মূলত ব্লগিং বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে ব্লগে কি নিয়ে লেখা হয়? উত্তরঃ একজন ব্লগার যা জানেন তাই ব্লগে লিখে থাকেন, সেটা যেকোনো বিষয় নিয়ে হতে পারে। যেমনঃ ভ্রমন সম্পর্কিত তথ্য, প্রযুক্তি বিষয়ক তথ্য, বই সম্পর্কিত তথ্য, মুভি বিষয়ক তথ্য, কম্পিউটার বিষয়ক তথ্য, ইত্তাদি। আবার অনেক ব্লগার আছেন যারা শুধুমাত্র তার নিজের দৈনন্দিন কারযবলি নোট করে থাকেন। এক কথায় কোন ব্লগে লেখালেখিকেই ব্লগিং বলা হয়। ব্লগিং আবার দুই ধরনের হয়,

ক. প্রফেশনাল ব্লগিং,

খ. গেস্ট ব্লগিং।

প্রফেশনাল ব্লগিং: প্রফেশনাল ব্লগিং হল, নিজস্ব একটা ব্লগ তৈরি করে সেখানে ব্লগিং করা। প্রফেশনাল ব্লগাররা নিজস্ব ডোমেইন ও হস্টিং কিনে তার নিজস্ব ব্লগিং প্লাটফর্ম তৈরি করেন। মূলত এটাই আদর্শ ব্লগিং ব্যবস্থা।

গেস্ট ব্লগিং: গেস্ট ব্লগিং হল অন্য কারো ব্লগে গিয়ে লেখা। ইন্টারনেটে অনেক ব্লগ আছে যেখানে, আপনি লেখার সুযোগ পাবেন। আর আপনার লেখা থেকে যতটুকু আয় হবে তার থেকে আপনি একটা অংশ পাবেন।

এই হল ব্লগিং। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন।

২. আমাকে কি জানতে হবেঃ

ব্লগিং শুরু করার আগে আপনাকে যা জানতে হবে তা হল, ১. যে ভাষায় ব্লগিং করবেন , ২. রাইটিং স্পিড, ৩. ধৈর্য।

এই তিনটি বিষয় জানা থাকলেই আপনি আপনার ব্লগিং লাইফ শুরু করতে পারেন। আর আপনাকে গাইড লাইন দেয়ার জন্য ব্লগিং স্কুলতো আছেই। ব্লগিং জগতে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া আপনি এখানে উন্নতি করতে পারবেন না। আপনি এক সময় খুবই বিরক্ত হয়ে পরবেন, কিন্তু তখনই আপনাকে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর আপনি যদি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলেই আপনি সাফল্য পাবেন।

৩. ব্লগিং এর লাভঃ

এতক্ষণে মনে হয় বুঝে গেছেন ব্লগিং কি? এখন আপনাদের বলছি এটি করে কি লাভ? আপনারা জানেন আপনার লেখা গুলি অন্য কেউ পরে উপকৃত হচ্ছে। আপনি যদি খুবই ভালো ভালো বিষয় সম্পর্কে লিখতে পারেন, তাহলে আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিসিটর আসবে। আর ভিসিটর আসলেই আপনার লাভ। যত বেশী ভিসিটর আসবে ততই লাভ। এখন আপনাকে প্রচুর পরিমানে ভিসিটর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতদিন আপনি ভালো ভিসিটর না পান, ততদিন আপনাকে বিনামূল্যে কাজ করে যেতে হবে। এতে হতাশার কিছুই নেই। এই শ্রমটুকুই আপনাকে একদিন সাফল্য এনে দিবে।

৪. ব্লগ থেকে আয়

এখন বলি কিভাবে আয় করবেন। ব্লগ থেকে আয়ের বিভিন্ন উপায় আছে, যেমনঃ এফিলেশন, বিজ্ঞাপন প্রদর্শন, স্পন্সর পোস্ট, ইত্যাদি। এখান থেকে বিজ্ঞাপন প্রদর্শনই সবচেয়ে জনপ্রিয়। ইন্টারনেটে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা আছে, যারা আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিবে। বিনিময়ে আপনি কি পাবেন? আপনি পাবেন আপনার কাংখিত আয়। বিজ্ঞাপন প্রদর্শন নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলচনা করা হবে।

এভাবেই আপনি আপনার ব্লগ থেকে আয় করতে পারবেন।

পরবর্তী ক্লাশে আমন্ত্রন জানিয়ে আজকের ক্লাশ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর সাথেই থাকবেন। ধন্যবাদ।

এখান থেকে সংকলিত

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219558
০৯ মে ২০১৪ রাত ০৯:১৬
আফরা লিখেছেন : ধন্যবাদ ....।
219560
০৯ মে ২০১৪ রাত ০৯:২২
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো!
219562
০৯ মে ২০১৪ রাত ০৯:৩৮
আহ জীবন লিখেছেন : ধন্যবাদ
ভালো লাগলো
219568
০৯ মে ২০১৪ রাত ০৯:৪২
নীল জোছনা লিখেছেন : ওয়াও চমৎকার পোষ্ট। এরকম একটা পোষ্ট আশা করছিলাম বেশ কিছুদিন হলো।
১০ মে ২০১৪ রাত ০৯:১১
167672
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : ২য় ক্লাশ আজ দিলাম, ধন্যবাদ
219589
০৯ মে ২০১৪ রাত ১০:১৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক সুন্দর একটি পোষ্ট। ভালো লাগলো পড়ে
219592
০৯ মে ২০১৪ রাত ১০:২০
লেলিন লিখেছেন : পিলাচ + +
219596
০৯ মে ২০১৪ রাত ১০:৩৩
ইমরান ভাই লিখেছেন : আপনি বললেন “গেস্ট ব্লগিং: গেস্ট ব্লগিং হল অন্য কারো ব্লগে গিয়ে লেখা। ইন্টারনেটে অনেক ব্লগ আছে যেখানে, আপনি লেখার সুযোগ পাবেন। আর আপনার লেখা থেকে যতটুকু আয় হবে তার থেকে আপনি একটা অংশ পাবেন।”

তাহলে বিডি ব্লগ আমাদের টাকা দেয়না ক্যারেরেরেরে... Thinking Thumbs Down
219602
০৯ মে ২০১৪ রাত ১০:৪৪
লোকমান লিখেছেন : আমাকে আপনার স্কুলে ভর্তি করবেন?
219616
০৯ মে ২০১৪ রাত ১১:১৭
ছিঁচকে চোর লিখেছেন : নেট থেকে আয় ইনকামের সহজ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত লেখুন।
১০
219680
১০ মে ২০১৪ সকাল ০৫:২৫
দিগন্তে হাওয়া লিখেছেন : ভালো লাগলো Good Luck
১১
219686
১০ মে ২০১৪ সকাল ০৮:১৬
জোনাকি লিখেছেন : good.
১২
219796
১০ মে ২০১৪ দুপুর ০১:২৩
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হাই হাই
১৩
220075
১১ মে ২০১৪ সকাল ০৭:২২
শেখের পোলা লিখেছেন : পরবর্তী ক্লাশ শুরু হলে ঘণ্টা বাজাবেন কেমন!
১৪
220292
১১ মে ২০১৪ বিকাল ০৫:৪৯
আমি মুসাফির লিখেছেন : কালআসটি ভাল লাগল । অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File