মুসলিম উম্মাহর ঐক্য এখন জরুরী বিষয় (১ম পর্ব)

লিখেছেন লিখেছেন জাগ্রত চৌরঙ্গী ১১ মার্চ, ২০১৪, ১০:১২:৫৭ রাত

তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে (আল-কোরআন তথা আল্লাহর দ্বীনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধর এবং দলাদলিতে লিপ্ত হয়ো না।( সুরা আলে-ইমরান:১০৩)

মুসলিম উম্মাহর ঐক্য এমন এক জরুরী বিষয় যা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির গভীরে প্রোথিত। ঐতিহাসিক এ বাস্তবতার অসীম গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআন তথা মহান আল্লাহ ও তাঁর সর্বশেষ রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) বার বার মুসলমানদের সতর্ক করেছেন।

পবিত্র কোরআনে বলা হয়েছে, "তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।"

দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যে এমন অনেক ব্যক্তিত্ব ও বিভিন্ন ফের্কা বা গ্রুপ রয়েছে যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে পরিচালিত প্রচার-প্রপাগান্ডায় প্রভাবিত হয়েছেন। বর্তমান বিশ্বের পরিস্থিতি সম্পর্কে অসচেতন এইসব ব্যক্তিত্ব ও গ্রুপ তাদের কর্মতৎপরতার মাধ্যমে পরোক্ষভাবে ইসলামের শত্রুদের সেবা করে যাচ্ছেন। পাশ্চাত্যের উপনিবেশকামীরাই যে ইসলামের আসল শত্রু এবং তারা যে মুসলমানদের ওপর শোষণ ও নির্যাতন চালিয়ে আসছে সে ব্যাপারে এইসব ব্যক্তিত্ব ও গ্রুপের যেন কিছুই করণীয় নেই বা এ ব্যাপারে তারা যেন গভীর ঘুমে অচেতন!

বিশ্বনবী (সাঃ)'র পর মুসলিম উম্মাহর সর্বজনমান্য অন্য মহাপুরুষ বা ধর্মীয় নেতারাও ইসলামী ঐক্য ও সহিষ্ণুতার দিকে মানুষকে আহ্বান করেছেন।

বর্তমান যুগে পাশ্চাত্যের উপনিবেশকামী শক্তিগুলো মুসলিম দেশগুলোর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ও তাদের সম্পদ লুণ্ঠনের সর্বাত্মক চেষ্টায় লিপ্ত।

আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা অতীতের মতোই মুসলমানদের মধ্যে মাজহাবগত পার্থক্যসহ ভাষা, বর্ণ, গোত্র ও অন্যান্য পার্থক্যের ভিত্তিতে বিভেদ বা সংঘাত উশকে দেয়ার চেষ্টা করছে।

তাই এই যুগে ইসলামী ঐক্য অতীতের চেয়েও বেশী জরুরী হয়ে পড়েছে।

ইন-শা-আল্লাহ্ চলবে.........

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190890
১১ মার্চ ২০১৪ রাত ১০:৪৯
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
চলুন এগিয়ে যাই... Big Hug Loser Angel Rose
190891
১১ মার্চ ২০১৪ রাত ১০:৫৩
সত্যবাদী ব্লগার লিখেছেন : মাঝহাব , তাব্লিগ আহ্লে হাদিস , কবর পুজারী , জাল হাদিস সহিস হাদিস , এগুলো ইসলাম ////????? কিভাবে এক হবে মুস্লিম্রা ???? আসুন কোরানের পথে.........।।
190896
১১ মার্চ ২০১৪ রাত ১১:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঐক্য হওয়া কঠিন তবে চাই ,কিন্তু বিবেকের ঐক্য হওয়াটা সহজ কিন্তু সেটা হচ্ছে না কেন ?
190902
১১ মার্চ ২০১৪ রাত ১১:১৩
প্রবাসী মজুমদার লিখেছেন : ইসলাম অনুকরণ অনুসরনকারীদের জ্ঞানগত মান বা ফাউন্ডেশন ভাল হলে যদি চিন্তার বিশুদ্ধতা উদারতা না থাকে তাহলে এমনটি আশা ঠিক নয়। আমরা সেই মিছে আশার পেছনে ঘুরছি।
190937
১২ মার্চ ২০১৪ রাত ১২:৪৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
190996
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:১১
শেখের পোলা লিখেছেন : দুঃখের বিষয় সব পন্থিদের কাছেই একটা করে রজ্জু আছে৷ কেউই তা অন্যের সাথে পেঁচাতে চায়না৷ ধন্যবাদ৷
190997
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:১৬
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
191108
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৩
আমি মুসাফির লিখেছেন : চালাতে থাকেন আছি সাথে ।
ধন্যবাদ।
191354
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৩৮
সজল আহমেদ লিখেছেন : সত্যবাদী ব্লগার,মুস্লিম কি?
১০
191621
১৩ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৭
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File