"আত্মহত্যা" প্রতিরোধের হটলাইন

লিখেছেন লিখেছেন আকরামস ২৬ নভেম্বর, ২০১৪, ০১:৫৩:৩৫ দুপুর



ইদানিং দেখা যাচ্ছে আত্মহত্যা যেন একটা ব্যধি হয়ে দাড়িয়েছে।কিছু কিছু ক্ষেত্রে মোটেই কিছু বুঝা যায় না। দেখা যায়, হাসি খুসী মানুষ কিন্তু হঠাৎ করেই ঝোঁকের-মাথায়-নেওয়া সিদ্ধান্ত আত্মহত্যার মতো দূর্ঘটনা ঘটায়। এগুলো ইমপুলস্ সুইসাইড। হয়তো মা-বাবা, আত্মীয়-স্বজন কিংবা পাড়া-প্রতিবেশী কিছু বললো; সেই কষ্ট, রাগে আত্মহত্যার মতো ঘটনা ঘটায়। কিন্তু বেশীর ভাগ আত্মহত্যার ক্ষেত্রে সিগনাল বা বিপদ সঙ্কেত পাওয়া যায়। এখানে আমি সেই সাধারন বিপদসঙ্কেত গুলো ই বর্ণনা করছি।

সবচেয়ে সুদৃঢ় ও ভয়াবহ সঙ্কেত মৌখিক

"আর পারছি না", "সব কিছু অর্থহীন"এমনকি"সব শেষ করে দেব ভাবছি" এই সব মন্তব্যে সবসময় বিশেষ গুরুত্ব দিতে হয়৷

অন্যান্য সুপরিচিত বিপদসঙ্কেতঃ

*নিজেকে গুটিয়ে নেওয়া বা বিষণ্নবোধ করা

*বেপরোয়াভাব

*সবকিছু গুছিয়ে নেওয়া ও মূল্যবান জিনিসপত্র বিলিয়ে দেওয়া

আচরণ, ভাবভঙ্গি ও চেহারায় আমূল পরিবর্তন

*ড্রাগ ও এলকহলে আসক্তি

*বিপুল ক্ষতি বা জীবনে বিশালাকার পরিবর্তন

কোন কারণে আপনি যদি আত্মহত্যা বা সুইসাইডের মতো কোন চিন্তা করে থাকেন, অতি সত্বর আমাদের হটলাইনে যোগাযোগ করুন। মনে রাখবেন, আত্মহত্যা কিন্তু কোন কিছুরই সমাধান নয়!

বিস্তারিতঃ

http://www.psychobd.com

http://www.facebook.com/Psychobd

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288310
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৫
ভিশু লিখেছেন : ভাইয়া, বিশেষ করে সাংস্কৃতিক সেলিব্রিটিদের অফিসে/বাসায়/সাইটে এই হট নাম্বারগুলো ঘরের দেয়ালে স্টিকি করে রাখলে বেশ উপকার হতো। আর আমাদের রাজনীতিকদের কাছ থেকে ঐ নাম্বারে কোনো ফোন মনে হয় কোনোদিনই আসবে নাহ...Sad
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২১
231958
আকরামস লিখেছেন :
কেউ জানে না.......
কারো মনের খবর!
তারপরও যদি কারো মনে এরকম ভাবনা আসে, তা ঠেকানোর প্রচেষ্ঠা।
ধন্যবাদ।
288312
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৯
231957
আকরামস লিখেছেন : ধন্যবাদ।
288559
২৭ নভেম্বর ২০১৪ রাত ১২:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
সমাজের শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে এই অবস্থা চলতেই থাকবে।
288595
২৭ নভেম্বর ২০১৪ রাত ১২:২৮
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File