"সামাজিক উদ্বেগ"- একটি মানসিক সমস্যা

লিখেছেন লিখেছেন আকরামস ১৫ অক্টোবর, ২০১৪, ১২:১৬:২১ রাত



"আমাকে কেউ পছন্দ করেনা।

আমার সাথে মিশতে চায়না।

আমিও কারো সাথে সহজে মিশতে পারিনা।

কথা বলতে গেলেই আমার হার্টবিট বেড়ে যায়।

চোখে পানি চলে আসে।

বন্ধুদের আড্ডায় বসলেও দেখা যায় আমি চুপ করেই থাকি।

আমার written exam ভালো হয় ,

কিন্তু প্রেজেন্টেশনে কম নম্বর পাই বলে পিছিয়ে যাচ্ছি।

কি করব কিছু বুঝতে পারছি না !!!!"""

আমাদের সবার হয়তো সবার সাথে মেশার দক্ষতা সমান থাকেনা। কেউ কেউ হয়তো সহজেই বন্ধুত্ব করতে পারি, কারো কারো হয়তো একটু সময় লাগে আবার কেউ কেউ পারিনা বলে মনঃকষ্টে ভুগি। যখন কোন নির্দিষ্ট পরিস্থিতিতে বা কারো সাথে মিশতে গেলে কেউ অতিরিক্ত উদ্বেগে ভুগে, একে সামাজিক উদ্বেগ বলে। সামাজিক উদ্বেগ একটি মানসিক সমস্যা। ব্যাক্তি অনেক সময়ই উপরের বাক্যগুলোর মাধ্যমে সমস্যা প্রকাশ করে। অনেক সময় কোন সমাধান নাই মনে করে মনের কষ্ট চেপে রাখেন অথচ সাইকোথেরাপীর মাধ্যমে ভালো চিকিৎসা করা যায়। মানসিক চিকিৎসার প্রতি স্টিগমার কারণে অনেকেই এগিয়ে আসেন না। অথচ সামাজিক দক্ষতা বৃদ্ধি ব্যাক্তির মানসিক স্বাস্থ্যের যেমন উন্নতি ঘটায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং কর্মক্ষেত্রে সফল করে তোলে।

বিস্তারিতঃ Psychotherapy online এ

http://www.psychobd.com/2014/10/blog-post_14.html

বিষয়: বিবিধ

১৫২৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274481
১৫ অক্টোবর ২০১৪ রাত ১২:২৩
দিশারি লিখেছেন : ভালো লাগলো Applause
১৫ অক্টোবর ২০১৪ রাত ১২:২৭
218416
আকরামস লিখেছেন : ধন্যবাদGood Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File