সুইডেনে শুরু হচ্ছে রমজান, ২০ ঘন্টার রোজা। সবাইকে রমজান মোবারক!!!
লিখেছেন লিখেছেন আকরামস ২৮ জুন, ২০১৪, ০৪:৫৫:৪১ বিকাল
সুইডেনে শুরু হচ্ছে রোজা।আজ রাতে মুসলিমরা সেহরী খাবেন আগামী কাল রোজা রাখার জন্য।
উত্তর মেরুর দেশ যেমন, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড,রাশিয়ার সাইবেরিয়া এলাকা, কানাডার কিছু এলাকায় অবস্হান করছেন যে সমস্ত মুসলিম ভাই বোনেরা তাদের জন্য এক দীর্ঘ সময় এই বারের রোজার সময়। প্রায় ২০ ঘন্টার রোজা। স্টকহোমে যারা অবস্হান করছেন তাদের জন্য ফজর রাত ০১:৫৭ মিনিট, জোহর দুপুর ১২:৫১, আসর বিকাল ৬:৪৯,
মাগরিব রাত ১০: ০৭, এশা রাত ১১:৪০ এ । আর যারা সুইডেনের ম্যাপের উপরে দিকে অবস্হান করছেন, তাদের জন্য মাগরিব আর ফজরের সময়ের পার্থক্য ১-২ ঘন্টা মাত্র।
http://www.islamicfinder.org/cityPrayerNew.php?country=Sweden
সবাইকে পবিত্র রমাদানের শুভেচ্ছা!!!
বিষয়: বিবিধ
১৮৪৫ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তিনাদের দীর্ঘ রোজাকে কবুল করুন।
আপনাকেও ধন্যবাদ।
রমযান মুবারক। এত দীর্ঘ রোজা - আল্লাহ কবুল করুন।
স্বল্প সময়ের রোজাও এখানে হয়।এই রোজাই যখন শীতের(ডিসেম্বর-জানুয়ারী)সময় হবে, তখন ৩-৬ ঘন্টা রোজা হবে।
http://www.sunrise-and-sunset.com/en/sweden/gaellivare/2014/december
অফ টপিকঃ আপনি কোথায় আছেন?
ধন্যবাদ।
আমীন।
মন্তব্য করতে লগইন করুন