৭৫ এর ১৫ আগস্টের নায়ক মেজর (অব.) ডালিম ইন্তেকাল করেছেন!
লিখেছেন লিখেছেন নানা ভাই ২৭ নভেম্বর, ২০১৪, ১২:১৬:৫৬ রাত
বীর মুক্তিযোদ্ধা শরীফুল হক ডালিম (বীর উত্তম) ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্নাল্লাহি রাজেউন। একটি অসর্মথিত পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মেজর ডালিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেজর ডালিমের এক আত্মীয় তার মৃত্যুর সংবাদ এক স্ট্যাটাসের মাধ্যমে জানান, মেজর ডালিমের স্ত্রী নিম্মির পরিবারের সূত্রের বরাত দিয়ে তিনি ডালিমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাব প্রাপ্ত ছিলেন এই দূর্ধষ মুক্তিযোদ্ধা। ১৯৭৫ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম ( পরবর্তিতে লেফটেন্যান্ট কর্ণেল) বাংলাদেশে বেতারে নিজেই হত্যার সাথে জড়িত থাকার ঘোষণা দেন।
৭৫’ পরবর্তি বিভিন্ন সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে তাকে বিভিন্ন পদে নিয়োগ দেয়। এরপর পট পরিবর্তনের সাথে সাথে আত্মগোপনে চলে যান তিনি।
বিষয়: বিবিধ
২৬৬০ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ভীড়?????বীর
যাক আল্লাহ তাকে মাফ করুন এবং রহম করুন। আমীন ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন :ওর স্বভাবের সাথে মন্তব্য ঠিকই আছে শ্রদ্ধেয় লজিকাল ভাইছা!
ও তো মুক্তিযুদ্ধের কন্যা! ওর জনক তো নির্দিষ্ট না!কত জনের ফসল তা উপরওয়ালাই জানেন!
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
বাংলার স্বাধিনতা সুরক্ষায় এমন বীর দের প্রয়োজন সব সময়!
আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান করে নিন!আমিন!
ফেবুতে বিশ্বাস যোগ্য কয়েকজনের পোস্ট দেখলাম এ মৃত্যু সংবাদ ভূয়া!!
মন্তব্য করতে লগইন করুন