পাবনার পাগলা গারদ থেইক্যা পাগল ছুইট্যা গেছে, অখন কয় " তসলিমার বই নিষিদ্ধ হলে এ কে খন্দকারের বই কেন নয়"?
লিখেছেন লিখেছেন নানা ভাই ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:২৩:৫৭ রাত
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তসলিমা নাসরিনের বই নিষিদ্ধ করা হলে এ কে খন্দকারের বই কেন নিষিদ্ধ হবে না ।
রবিবার সকালে কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হানিফ এ প্রশ্ন রাখেন।
বয়সের কারণে এ কে খন্দকার স্মৃতিভ্রষ্ট হয়েছেন মনত্মব্য করে মাহবুব উল আলম হানিফ বলেন, তসলিমা নাসরিনের বই ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার। আমাদের দেশে ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত হানুক আমরা সেটা চাই না। ফলে ওই সময় তসলিমা নাসরিনকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তার নিরাপত্তার জন্য। আর এ কে খন্দকার মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি প্রবীণ মানুষ, বৃদ্ধ মানুষ। বয়সের কারণে তার স্মৃতিভ্রষ্ট হয়েছে। যার ফলে অনেক কিছুই আর মনে আসে না, মনে থাকে না, স্মরণও করতে পারেন না।
বইটি অন্য কেউ রচনা করেছে অভিযোগ করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি এটা একে খন্দকারের বক্তব্য নয়। একে খন্দকারের স্মৃতিভ্রষ্টের কারণে পরিকল্পিতভাবে বই লিখিয়ে কেউ তাকে দিয়ে সই করিয়ে নিয়েছে। এই বই রচনা করেছে অন্য কেউ।
হানিফ বলেন, বইতে ঘুরেফিরে শুধু ৭১’ সালের রাজনৈতিক ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে। বইতে কোনো তথ্য, প্রমাণ, যুক্তি কোনো কিছুই নেই। কাল্পনিকভাবে আওয়ামী রাজনীতির ব্যর্থতা তুলে ধরা হয়েছে।
বিষয়: রাজনীতি
১২৭৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা তারেকের কথারও শক্ত কোন যুক্তি না দেখিয়ে এমনই খিস্তি খেউর করে গেছে । তরেক না হয় বিরোধী দলের , এ কে খন্দকার তো তাদের মন্ত্রী ছিলেন ?
চারদিক থেকে সত্য বের হতে শুরু করেছে, সেটা দলের বাইরের বা দলের ভেতর থেকে - বের হচ্ছে । কত কাল আর এটাকে ধামাচাঁপা দিয়ে রাখবে ?
কেউ কিছু বললে তার জবাব দিতে না পারলে এমনটি হয়!
মন্তব্য করতে লগইন করুন