বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া সব রাজাকার

লিখেছেন লিখেছেন নানা ভাই ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫৭:২৯ দুপুর





১. জিয়াউর রহমান পাকিস্তানী রাজাকার । আইএসআই এর এজেন্ট ছিলো। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকার পাকিস্তানি রাজাকার । আইএসআই এর এজেন্ট ছিলো। তাহের, জলিল যখন মুজিব সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য গণবাহিনী বানিয়েছিলো তখন তারা ছিলো চীন-পাকিস্তানের দালাল। তবে তাহের সাহেব নিহত হবার পর তিনি এখন আওয়ামী লীগের ট্র্যাজিক হিরো । তাহের, জলিল, জিয়া ছিলেন সেক্টর কমান্ডার ।একে খন্দকার ছিলেন সামরিক পদবীর দিক থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাক্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী , কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম, সাদেক হোসেন খোকা বীর প্রতীক , মেজর হাফিজ বীর প্রতীক এরাও সবাই রাজাকার্। ওইদিকে আবার তাজউদ্দীন সাহেবের মেয়েকে "মুসলিম ব্রাদার" হুডের এজেন্ট হিসেবে বর্ণনা করা হয়েছে ।মেয়ে "মুসলিম ব্রাদারহুড হইলে বাপও নিশ্চয়ই আইএসআই ছিলো । এমএজি ওসমানীও বাকশাল গঠন করার পর পদত্যাগ করছিলেন ।ভাসানী ছিলেন মুজিবের কট্টর সমলোচক ।অতএব এরাও রাজাকার । সবাই রাজাকার ।তাইলে যুদ্ধটা করলো কে ? কেউ দয়া করে জানাবেন কি ?

২. মোশতাকের মন্ত্রীসভায় যেগ দেয়া যদি অপরাধ হয়, মোশতাকের মন্ত্রীদের শপথবাক্য কে পাঠ করিয়েছিলেন ? উপদেষ্টা এইচ টি ইমামের বিষয়ে নীরব কেন ?

৩. মোশতাকের মন্ত্রী সভায় যোগ দেয়া খন্দকার আসাদুজ্জামান (সংসদ সদস্য টাংগাইল-২) কোন দলের নমিনেশন এখন সংসদের শোভা বর্ধন করছেন ? ট্রুথ ইজ আ্যা স্লিপিং ডগ। ডোন্ট এওয়েক ইট্। প্লিজ।

১. জিয়াউর রহমান পাকিস্তানী রাজাকার । আইএসআই এর এজেন্ট ছিলো। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকার পাকিস্তানি রাজাকার । আইএসআই এর এজেন্ট ছিলো। তাহের, জলিল যখন মুজিব সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য গণবাহিনী বানিয়েছিলো তখন তারা ছিলো চীন-পাকিস্তানের দালাল। তবে তাহের সাহেব নিহত হবার পর তিনি এখন আওয়ামী লীগের ট্র্যাজিক হিরো । তাহের, জলিল, জিয়া ছিলেন সেক্টর কমান্ডার ।একে খন্দকার ছিলেন সামরিক পদবীর দিক থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাক্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী , কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম, সাদেক হোসেন খোকা বীর প্রতীক , মেজর হাফিজ বীর প্রতীক এরাও সবাই রাজাকার্। ওইদিকে আবার তাজউদ্দীন সাহেবের মেয়েকে "মুসলিম ব্রাদার" হুডের এজেন্ট হিসেবে বর্ণনা করা হয়েছে ।মেয়ে "মুসলিম ব্রাদারহুড হইলে বাপও নিশ্চয়ই আইএসআই ছিলো । এমএজি ওসমানীও বাকশাল গঠন করার পর পদত্যাগ করছিলেন ।ভাসানী ছিলেন মুজিবের কট্টর সমলোচক ।অতএব এরাও রাজাকার । সবাই রাজাকার ।তাইলে যুদ্ধটা করলো কে ? কেউ দয়া করে জানাবেন কি ?

২. মোশতাকের মন্ত্রীসভায় যেগ দেয়া যদি অপরাধ হয়, মোশতাকের মন্ত্রীদের শপথবাক্য কে পাঠ করিয়েছিলেন ? উপদেষ্টা এইচ টি ইমামের বিষয়ে নীরব কেন ?

৩. মোশতাকের মন্ত্রী সভায় যোগ দেয়া খন্দকার আসাদুজ্জামান (সংসদ সদস্য টাংগাইল-২) কোন দলের নমিনেশন এখন সংসদের শোভা বর্ধন করছেন ? ট্রুথ ইজ আ্যা স্লিপিং ডগ। ডোন্ট এওয়েক ইট্। প্লিজ।

Chudurbudur blog--চুদুরবুদুর ব্লগ

http://chudurbudurbd.blogspot.com

Chudurbudur blog

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262298
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৯
কাহাফ লিখেছেন : জোর যার মুল্লুক তার এই ভাবেই চলছে সব।সুতরাং অবাক হওয়ার কিছু নেই।
262312
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
আমি মুসাফির লিখেছেন : আওয়ামীদের লজ্জা নাই তাই এরা সবই পারে।
262367
০৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File