তথাকথিত গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার "গনতন্ত্র" বনাম "পাখী ড্রেস" এবং বুদ্ধি প্রতিবন্ধী সরকার !!!
লিখেছেন লিখেছেন নানা ভাই ২০ আগস্ট, ২০১৪, ০৯:০০:৩৬ রাত
বাংলাদেশের প্রধানমন্ত্রী স্হান কি আল্লাহ,ভগবান, ঈশ্বরেরও উপরে?
খবরে প্রকাশ, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর শামসুজ্জোহা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তার তথ্য অনুযায়ী এ কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। প্রধানমন্ত্রীর একটি ছবি দিয়ে তিনি লিখেছেন-‘এটাই কি পাখি ড্রেস?’ তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কেও বিরুপ মন্তব্য করেন। ফেসবুকে তার এসব পোস্ট অনেকে ‘লাইক’ ও ‘শেয়ার’ করার মাধ্যমে আরও ছড়িয়ে দিয়েছেন।গ্রেফতারের পর আজ বুধবার শামসুজ্জোহাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এক মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।সূত্র জানায়, মেজর (অব.) শামসুজ্জোহা র্যাব-১ এ ছিলেন। কিছুদিন আগে তিনি অবসরে যান। এর আগেও শেখ হাসিনার মৃত্যু কামনা করে ফেসবুকে স্টাটাস লিখায় একটি নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়।
বাংলাদেশের গনতন্ত্রের সংজ্ঞা কি তামাম দুনিয়ার গনতন্ত্রের চেয়ে আলাদা?
বিষয়: রাজনীতি
১৩৯২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু এই পার্টিকুলার কেইস এর ক্ষেত্রে আমার মনে হল - আপনার কলমটা শেখ হাসিনার দিকে যেভাবে গেল - তারচেয়ে হাজার গুন ফোর্সফুলি যাওয়া দরকার ছিল - বিচারক নামক ঐ বেশুমার জন্তুটার দিকে - কিংবা প্রধান বিচারপতি দিকে - কিংবা এটর্নী জেনারেল এর অফিস এর দিকে - কিংবা পুরো বিচার ব্যবস্থাপনার দিকে।
আমরা যদি চোর বাটপারকে পুরোপুরি ছেড়ে দিয়ে হাসিনার মুন্ডু জ্বালাই করি - কাজের কাজ কিছু হবেনা - আদার দেন মির্জা ফখরুল স্টাইলের পলিটিক্স ছাড়া। সো কোন না কোন ভাবে আমাদের এমন একটা ব্যালেন্স আনতে হবে - যাতে কারেকটিভ মেজারস নেবার স্কোপ থাকে।
মন্তব্য করতে লগইন করুন