প্রবাসীদের জন্য ফেসবুক প্লাটফর্ম। আপনিও জয়েন করুন।

লিখেছেন লিখেছেন নানা ভাই ২০ জুলাই, ২০১৪, ১১:৪২:২৭ রাত





প্রবাসীরা আসুন, আমরা সবাই এক প্লাটফর্মে সবাই দাড়াই

অনেক আগে অধুনালুপ্ত "সাপ্তাহিক বিচিত্রা" তে "প্রবাস থেকে" একটা কলাম ছিলো।ওটা কেন জানি আমার খুউব প্রিয় ছিল। ভাগ্য আর নিয়তির খেলায় আজ আমি নিজেই প্রবাসী।

প্রবাসীদের প্রচুর সমস্যা।সে সমস্যা নিয়ে কথা বলার যেনো কেউ ই নেই। বাংলাদেশের বাজেটে টাকার বিরাট একটা উৎস হল প্রবাসীদের রেমিটেন্স। আর যারা কষ্ট করে এই রেমিটেন্স এর টাকা দেশে পাঠায়, তারা আছে অবহেলায়। তারা হয়ে যায় "ফকিরন্নীর বাচ্চা"। সরকার আসে, সরকার যায়; বড় বড় কথা আর প্রতিশ্রুতি দেয়া হয়; কিন্তু প্রবাসীদের দেয়া প্রতিশ্রুতি আর কেউ পালন করেনা!

যেন, সুনীলের কবিতাঃ "কেউ কথা রাখেনি"।

প্রবাসীদের জন্য আজ একটা শক্ত ফোরাম বড়ই প্রয়োজন।

প্রবাসী ভাই-বোনেরা, আসুন আমরা সবাই এক প্লাটফর্মে সবাই দাড়াই।

১। প্রবাসীরা শেয়ার করুন, প্রবাসে আপনার সুখ-দুঃখের স্মৃতি।

২। আসছে বাংলাদেশের বাজেটে আমরা প্রবাসীরা সরকারের কাছে কি কি দাবী তুলতে পারি?

৩। প্রবাসীদের উন্নয়নে সরকারের কি কি করনীয়?

৪। দেশে প্রবাসীদের সম্পত্তি রক্ষায় সুস্পষ্ট আইন চাই।

৫। দীর্ঘ প্রবাস জীবন থেকে দেশে ফেরার সময়, দেশে ফেরত আসার পরে কিংবা দেশে ছুটিতে থাকা কালীন আপনার উপলব্দি বর্ণনা করুন এবং সমাধান থাকলে লিখুন।

শেয়ার করুন আপনার প্রবাস জীবনের সুখ ,দু:খ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, আপনার আবেগ অনুভুতি।

Facebook এর grupe join করুন।

১।লেখা সবার জন্য উন্মুক্ত

২।লেখা সম্পূর্নরুপে রাজনীতি মুক্ত

৩। দয়া করে কাউকে আক্রমন করে কোন মন্তব্য করবেন না। করলে কোন কারন দর্শানো ছাড়াই মূছে ফেলা হবে।

Join the Facebook group

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246509
২০ জুলাই ২০১৪ রাত ১১:৪৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কোথায় সেই গ্রুপ ?
২০ জুলাই ২০১৪ রাত ১১:৫৪
191372
নানা ভাই লিখেছেন : সরি, এডিট কইর‍্যা দেতাছি। রোজায় ধরছে তো!!Talk to the hand
২১ জুলাই ২০১৪ রাত ১২:০৮
191374
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Tongue Tongue
246516
২১ জুলাই ২০১৪ রাত ১২:১৮
নানা ভাই লিখেছেন : কিছু প্রস্তাবনা-১
* ১ বছরের উপর যারা দেশের বাহিরে অবস্হান করেছেন, তারা দেশে আসার সময় টিভি, ফ্রিজ, ল্যাপটপ, ওভেন,ক্যামেরা সহ ১০০ কিলোগ্রাম মালামাল ট্যাস্ক ফ্রী করা হোক।

* ঢাকা এয়ারপোর্টে হয়রানি বন্ব করা হোক।

* ঢাকাতে একটা Help desk বা poll desk থাকা প্রয়োজন।যেখানে বিপদ-আপদে প্রবাসীরা help পাবেন।

*সংস্হা, পুল বা Helpdesk গঠন করতে হবে।

*সংস্হার সদস্য হতে ইচ্ছুকরা বার্ষিক নামমাত্র

একটা ফি দিয়ে মেম্বারশিপ কার্ড নিতে পারবে।

*শুধু বাংলাদেশী প্রবাসীরাই এই সংস্হার সদস্য

হতে পারবেন।

*সরকারি বিভিন্ন সেক্টরে প্রবাসী কোটা চালুর জন্য

সরকারের প্রতি লিখিত আবেদন করতে হবে।

*প্রবাসীরা বিদেশ থেকে ইনভেস্টের নামে টাকা

পাঠিয়ে বিভিন্ন কোম্পানি থেকেও অনেক প্রতারিত

হয়েছেন। এসব সমস্যা নিরসনে এ পদক্ষেপ গ্রহণ

করা ।

*কোনো প্রবাসী যদি বাংলাদেশে আসেন তাকে

অবশ্যই সংস্হাকে অবহিত করতে হবে এবং তার

অবস্খান ও উদ্দেশ্য (যদি সম্ভব হয়) জানাতে হবে।

*সেসব প্রবাসীরাই এই সুবিধা গ্রহণ করতে

পারবেন, যারা এই সংস্খার সদস্য পদ নিয়েছেন।

*আইনি সহায়তা ও পরামর্শ দেয়ার ব্যাবস্হা থাকা।

*আপনিও "আইডিয়া" লিখুন।
* সবাই একটা করে ভাল আইডিয়া লিখুন............প্রবাসীদের মূল থিম বা প্রতিপাদ্য কি হতে পারে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File