মাকে নৈশকোচে ফেলে পালালো ছেলেঃ এইসব কুলাংগাররে মাটির মইধ্যে অর্ধেক গাইড়া কুত্তা দিয়া খাওয়ানো উচিৎ

লিখেছেন লিখেছেন নানা ভাই ০৬ জুলাই, ২০১৪, ০৭:২২:৫০ সন্ধ্যা

মানুষের মানবতা কুন পর্যায়ে গেলে মানুষ এমুন করতে পারে? যারা করে, তাগোওতো মনে রাখা উচিৎ তাগোও একদিন এমন অবস্হা হইতে পারে??????? Don't Tell Anyone



গর্ভধারিণী মা’কে ঢাকা থেকে মেহেরপুরগামী একটি নৈশকোচের ভেতর ফেলে রেখে পালিয়ে গেছে কুলাঙ্গার ছেলে। অসহায় বুদ্ধি প্রতিবন্ধী ওই মা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা থেকে মেহেরপুরে আসা মেহেরপুর ডিলাক্স পরিবহন থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তিনি কথা বলতে পারছেন না। ফলে তার ঠিকানাও জানা যাচ্ছে না। তার ডান হাতটিও প্যারালাইজড।

মেহেরপুর ডিলাক্স পরিবহনের সুপারভাইজার আফসার আলী জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসার ঠিক আগ মুহূর্তে বৃদ্ধা মা’কে নিয়ে গাড়িতে ওঠে তার ছেলে ও ছেলের বউ। আরিচা ফেরিঘাটে পৌঁছালে মা’কে রেখে ছেলে ও ছেলের বউ গাড়ি থেকে নেমে যায়। ফেরিতে ঘাট পার হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেও তারা আর ফিরে আসেনি। তাই অসহায় বৃদ্ধা মা’কে নিয়েই গাড়ি চলে আসে মেহেরপুরে।

আনুমানিক ৭০ বছর বয়সী বৃদ্ধাকে প্রথমে মেহেরপুর সদর থানায় নিলে সেখানে একটি জিডি এন্ট্রি করা হয়। এরপর তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরিচয় জানতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষও পড়েছে বিপাকে।

Click this link

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242346
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আহারে ,,সমাজ যখন নষ্ট হয়ে যায় তখন গন্ধে বসবাস করা কষ্ট কর হয়ে যায়
০৬ জুলাই ২০১৪ রাত ০৮:৪৬
188202
নানা ভাই লিখেছেন : ঠিক বলেছেন।Good Luck
242355
০৬ জুলাই ২০১৪ রাত ০৯:১৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এইসব কুলাংগাররে মাটির মইধ্যে অর্ধেক গাইড়া কুত্তা দিয়া খাওয়ানো উচিৎ

একমত
০৬ জুলাই ২০১৪ রাত ১০:০৫
188220
নানা ভাই লিখেছেন : Good Luck
242357
০৬ জুলাই ২০১৪ রাত ০৯:১৬
শেখের পোলা লিখেছেন : ডিজিটাল বাংলার সুফল৷
০৬ জুলাই ২০১৪ রাত ১০:০৫
188219
নানা ভাই লিখেছেন : Good Luckসহমত
242379
০৬ জুলাই ২০১৪ রাত ১১:০৩
তহুরা লিখেছেন : নাস্তিক ছেলেমেয়ে এই রকম হয় ।তারা আখেরাতে প্রতিদানে বিশ্বাসী নয় ।
242405
০৭ জুলাই ২০১৪ রাত ১২:৫৬
242411
০৭ জুলাই ২০১৪ রাত ০১:২৩
দ্য স্লেভ লিখেছেন : সরকারী উদ্যোগে এমন সব লোকদের পূণর্বাসন কেন্দ্র থাকা জরুরী ছিল। এদের নিয়ে কারো ভাবনা নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File