মহানবী(সঃ)কে নিয়ে ফেসবুকে কটুক্তি করে আটক চন্দ্র দেব

লিখেছেন লিখেছেন নানা ভাই ১৫ জুন, ২০১৪, ০২:১১:১৬ রাত



মহানবী হযরত মুহাম্মদকে (সাHappy নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করে তা বিভিন্ন ফেসবুক আইডিতে সংযুক্ত করার অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে চন্দ্র দেব (২০) নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার রায়গঞ্জের বালাবাড়ী গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক দেব একই গ্রামের কানু চন্দ্র দেবের ছেলে ও রায়গঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক মোস্তাফিজার রহমান সাংবাদিকদের জানান, গোপাল চন্দ্র দেব তার ফেসবুক ওয়ালে হযরত মুহাম্মদ (সাHappy নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে অশালীন মন্তব্য পোস্ট করেছে। পরে তা বিভিন্ন ফেসবুক আইডিতে সংযুক্ত করে। বৃহস্পতিবার বিষয়টি এলাকাবাসীর কাছে জানাজানি হয়। পরে এলাকাবাসী ঘটনাটি পুলিশকেও জানান ।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

ঘটনার প্রতিবাদে এলাকার সাধারণ মানুষসহ ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবার দফায় দফায় এলাকায় মিছিল ও সমাবেশ করেছে। মিছিল-সমাবেশ থেকে তারা দেবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। Click this link

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234916
১৫ জুন ২০১৪ রাত ০২:২৮
কথার_খই লিখেছেন : এক জোড়া + একটি জুতাপেটা
১৫ জুন ২০১৪ রাত ০৩:০৭
181594
নানা ভাই লিখেছেন : Good Luck
234928
১৫ জুন ২০১৪ রাত ০৩:১২
লাঠীপেটা লিখেছেন : শান্তির ধর্ম ইসলামের অনুসারী ভাইদের গরু কম খাওয়ার পরামর্শ দিচ্ছি ।
সে না হয় নবীকে গালী দিছে তার পর আপনারা নবী বা ধর্মের নামে যা করেন না তাতে শান্তির ধর্ম কে নিয়া অন্যান্ন ধর্মালম্বিরা ভাবে ইস্লাম মানেই কল্লা কাটা আর উপাশানালয় এবং ঘর বাড়ী ধ্বংস করার নাম
234958
১৫ জুন ২০১৪ সকাল ০৮:১৩
আনসারী১৪ লিখেছেন : উপযুক্ত শাস্তি দাবি করছি।
234968
১৫ জুন ২০১৪ সকাল ০৯:২৬
শাহ আলম বাদশা লিখেছেন : কী দুঃখজনক!! নিন্দা ও প্রতিবাদের ভাষা নেই!!
234970
১৫ জুন ২০১৪ সকাল ০৯:৩০
সন্ধাতারা লিখেছেন : He should be punished. How dare!
235023
১৫ জুন ২০১৪ দুপুর ১২:০৪
হতভাগা লিখেছেন : খবরের তেজ কমে গেলে উনাকে জামিন দিয়ে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File