একই মুখে দুই ধরনের কথা!
লিখেছেন লিখেছেন নানা ভাই ০৪ জুন, ২০১৪, ০১:৫৯:৩০ রাত
আওয়ামী লীগ প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন সময়ে ওসমানদের ভূমিকা তুলে ধরে বিভিন্ন সমালোচনায় থাকা নারায়ণগঞ্জের এই পরিবারের পক্ষে নিজের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘বাংলাদেশে রাজনীতি করতে এসে অপরাধ করেনি, এমন খুব কমই পাওয়া যাবে। কিন্তু কিছু কিছু পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। তাদের চেয়ে অনেক বেশি অপরাধ করলেও অনেকের বিরুদ্ধে একটি কথাও বলা হয় না। আবার কিছু কিছু পরিবারের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়।’রাজনৈতিকভাবে ‘হেয়’ করতে ওসমান পরিবারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে দাবি করে শেখ হাসিনা বলেন, কেউ অপরাধ করলে তার বিচার হবে। তবে বিশেষ কোনো পরিবারকে নিশ্চিহ্ন করা যাবে না। বাহঃ, সাবাশ।
গতকাল শেখ হাসিনা বলেছেন, ‘ও (জিয়া) মরে গিয়ে বেঁচে গেছে। তা না হলে তার বিরুদ্ধেও এ হত্যাকাণ্ডের দায়ে মামলা করতাম।’ কি সোন্দর কথা!
এর আগে তিনি খালেদা জিয়াকে বাড়ী ছাড়া করেছেন। খালেদা জিয়ার দুই পুত্রকে মামলা দিয়ে দেশ ছাড়া করেছেন।
শুধু মাত্র আওয়ামী লীগ করার কারনে "কোন বিশেষ পরিবারের বিরুদ্ধে কিছু বলা যাবে না"; এটা বললেই তো হয়। এ্যাতো ভান ভনিতার দরকার কি?
বিষয়: রাজনীতি
১১১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন