মিথ্যে কসমে মায়ের মৃত্যু!
লিখেছেন লিখেছেন নানা ভাই ২৬ মে, ২০১৪, ০১:০০:৪১ রাত
মায়ের মাথায় হাত রেখে মিথ্যে কসম করায় ঘটনাস্থলেই হাজেরা বেগম (৭৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।
হাজেরা বেগম ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামের বাসিন্দা ও দুলাল হোসেনের মা।
চুরি করার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে ওই ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, স্বল্পসেনা গ্রামের ছিঁচকে চোর দুলাল তার প্রতিবেশী হাবিব হাওলাদারের বাড়িতে চুরির উদ্দেশ্যে জানালা খোলার চেষ্টা করে। এ সময় ঘরের লোকজন তা টের পেয়ে যায়।
এদিকে, বাড়ির লোকজন টের পেয়েছে ভেবে দুলাল বাড়িতে না গিয়ে ঝোপে লুকিয়ে পড়ে। কিন্তু হাবিবের ঘরের লোকজন দুলালকে চিনতে পেরে তার ঘরের পাশে গিয়ে অবস্থান নেয়।
পরে দুলাল নিজ ঘরে আসলে সবাই তাকে হাতে-নাতে ধরে ফেলে। এ সময় বাক-বিতণ্ডার এক পর্যায়ে দুলাল চুরি করতে যাওয়ার কথা অস্বীকার করেন।
এলাকাবাসী এ সময় তার মায়ের মাথায় হাত দিয়ে চুরির কথা অস্বীকার করতে বলে। ঘটনার এই পর্যায়ে পিঠ বাঁচাতে দুলাল তার মায়ের মাথায় হাত রেখে বলে , ‘আমি চুরি করতে যাইনি। চুরি করতে গেলে আমি যেন আমার মায়ের মরা মুখ দেখি।’
একথা বলা শেষ হতেই তার মা হাজেরা বেগম মাটিতে লুটিয়ে পরে তখনই মারা যান। এমন ঘটনায় উপস্থিত সবাই হতবাক হয়ে যান।
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন