ফ্রাংকেনস্টাইনের দানব এবং প্রতিহিংসার রাজনীতি
লিখেছেন লিখেছেন নানা ভাই ১০ মে, ২০১৪, ০৪:৩২:২৮ বিকাল
আওয়ামীরা যে প্রতিহিংসার রাজনীতি চালু করছে, তা একমাত্র আওয়ামী ছাড়া অন্য সবাই ই স্বীকার করবে। সাথে যোগানদার আছে কুত্তালীগ(যুবলীগ+ ছাত্রলীগ), গোপালগন্জের পুলিশ, আওয়ামী প্রশাসন, ডিবি পুলিশ ও র্যাব নামক ফ্রাংকেনস্টাইনের দানব। এখন যেন এই দানবই আওয়ামীদের জন্য কাল হয়ে দাড়িয়েছে।
যদিও আওয়ামীরা স্বীকার করে না(আর করবেও না)! ১৯৭১ এর আগের পাকিস্তান আমলের কথা বাদই দিলাম। পাকিস্তানী শাসকরা যদি এদের মত গুপ্তহত্যার রাজনীতি করতো, তাহলে শেখ মুজিব, ভাসানী সহ সবাইকেই গুপ্ত হত্যার ভিকটিম হতে হতো। এমনকি ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামের সময়ও পাকিস্তানীরা যা করতে সাহস করে নাই, শেখ হাসিনা আর তার আওয়ামী লীগ তাই ই করছে।৭১ এ যুদ্ধের সময় হানাদার সেনারা কাউকে ধরে নিয়ে গেলে, ক্যাম্পে তাদের আত্মীয় স্বজন গেলে কাপড় চোপড় বা খাবার দিতে দিত। যতক্ষন পর্যন্ত ক্যাম্পে থাকত বলতো। গুলি করে মেরে ফেললে কোন বধ্যভূমির নাম করে বলতো, "যাও ওখানে গিয়ে খু্ঁজে দেখো।" সেখানে গিয়ে ঐ ব্যক্তির লাশ ও পাওয়া যেত।
আর আজ? আওয়ামী ফ্রাংকেনস্টাইনের দানবরা মানুষ ধরে নিয়ে যায়, তারপর আর কোন কোন খো্ঁজ থাকে না!
উল্টা বলা হয়, পাওনাদারের ভয়ে কিংবা নিজেরা মারামারি করে এই হ্ত্যাকান্ড ঘটিয়েছে!
Click this link
শেখ হাসিনা বন্ধ করুন এই খেলা...... নইলে নিজেই পুড়বেন এই আগুনে, ইতিহাস অন্তত তাই বলে।
বিষয়: রাজনীতি
১৮৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামীলীগ ।
আর আওয়ামীলীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
আপনি যত জ্ঞানই আওয়ামীদেরকে দিন না কেন এরা তাদের পরিচয় বহন করেই চলবে।
একটু ভাল করে ভেবে দেখুন তো ?
মন্তব্য করতে লগইন করুন