‘জনগণের রক্তের সঙ্গে দুর্নীতি মিশে গেছে’ : (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান ; আমি কই দালালী কম করেন!জনগনের দূর্নীতি আপনি কোথায় দেখলেন?

লিখেছেন লিখেছেন নানা ভাই ২৯ এপ্রিল, ২০১৪, ০৬:৫৯:৫৭ সন্ধ্যা



দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান দেশে দুর্নীতি বি¯ত্মারে ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের রক্তের সঙ্গে দুর্নীতি মিশে গেছে। তিনি বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আমরা এটাকে গুরুত্বের সঙ্গে দেখছি। দুর্নীতি সমূলে নির্মূল করা সম্ভব নয়। এটা আমাদের সবার জানা। তবে সকলের সহযোগিতা নিয়ে কমিয়ে আনা সম্ভব।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আমি কই দালালী কম করেন!

কইতে ডর লাগে আওয়ামী শাসক গোষ্ঠীর কতা কইতে?

কন, আওয়ামীগো রক্তের সঙ্গে দুর্নীতি মিশে গেছে। জনগনের দূর্নীতি আপনি কোথায় দেখলেন?

বিষয়: রাজনীতি

৯৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214984
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
শিশির ভেজা ভোর লিখেছেন : কন, আওয়ামীগো রক্তের সঙ্গে দুর্নীতি মিশে গেছে। জনগনের দূর্নীতি আপনি কোথায় দেখলেন? Thumbs Up Thumbs Up
214989
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগাররা কি জনগনের মধ্যে পড়ে ?
215008
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৭
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : মানুষের রক্তে দুর্নীতি, নামাজ, রোজা.... সব একাকার হয়ে মিশে গেছে।
215177
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৩:৪৩
সাদাচোখে লিখেছেন : আমার তো মনে হল - ভদ্রলোকের মুখ দিয়ে কোন বক্তব্যই বের হয়নি - সিম্পলী দূর্নীতি বের হয়েছে। অথর্ব।

জনগনের টাকায় জনগনকে আইওয়াশ করিয়ে জনগনের টাকা লুটেপুটে খাচ্ছে আর জনগনকে গালি দিচ্ছে। অকৃতজ্ঞ, পাষন্ড।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File