স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান মুজিব কাকু: তাজউদ্দীন কন্যা
লিখেছেন লিখেছেন নানা ভাই ২৪ এপ্রিল, ২০১৪, ০১:৪৮:৫২ দুপুর
বাংলাদেশের স্বাধীনতার পক্ষে রেকর্ডে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর প্রদানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্বীকৃতি জানান বলে দাবি করেছেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ।
যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন তার সদ্য প্রকাশিত গ্রন্থ ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ গ্রন্থে এসব কথা লিখেছেন, যা বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ট্যাবলয়েড দৈনিক মানবজমিন প্রতিবেদন আকারে প্রকাশ করেছে।
তাজউদ্দীন কন্যার বর্ণনা অনুযায়ী, স্বাধীনতার ঘোষণায় বঙ্গবন্ধুর অস্বীকৃতি জানানোর পর তাজউদ্দীন আহমদ বলেছিলেন, ‘মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে। কারণ কালকে কি হবে, আমাদের সবাইকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায়, তাহলে কেউ জানবে না, কি তাদের করতে হবে।
এই ঘোষণা কোন না কোন জায়গা থেকে কপি করে আমরা জানাবো। যদি বেতার মারফত কিছু করা যায়, তাহলে সেটাই করা হবে। মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন-‘এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে। এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে।’
Click this link
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বালের(BAL)কাছে সবই সসম্ভব।
আরে ধুর! ঐ মাইয়া পাগলী....
ঐ যে পাগলা আবদুল জলিল ২০০৮ সালের ইলেকসন নিয়া কি জানি কইল...এরকম ই আরেক পাগলী আইছে।
বালাই কইচেন।
বালের বিরুদ্ধে কতা কইলেই হয় যুদ্ধপরাধী, না হয় রাজাকার!
তয় একটা কতা,মুক্তিযোদ্ধা আওয়ামী বিরুদ্ধ হইলে রাজাকার হইয়া যায়। উদাহরন: কাদের সিদ্দীকি
আবার রাজাকার আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হইয়া যায়। উদাহরন: শেখ হাসিনার বেয়াই, পুতুলের শ্বশুর খন্দকার মোশাররফ হোসেন।
আরো আছে এইখানে-সত্য প্রকাশে আপোসহীন; দেখুন আওয়ামীলীগে কত্ত রাজাকার!! পারলে এদের শাস্তি দেন।
http://abuls.blogspot.com/2012/12/blog-post.html#more
হয়তো তারা চাইছে তাজউদ্দীন কে সামনে আনবে।
আওয়ামী লীগ সব পারে, আপনার কথাই।
আওয়ামী লীগ সব পারে, আপনার কথাই।
শেখ মুজিব, জিয়া, ৭১-৭৫ যেমন দেখেছি; আজকে আবার শেখ হাসিনার শাসনও দেখছি! ইতিহাস কাউকে রেহাই দেয় না।
মন্তব্য করতে লগইন করুন