স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান মুজিব কাকু: তাজউদ্দীন কন্যা

লিখেছেন লিখেছেন নানা ভাই ২৪ এপ্রিল, ২০১৪, ০১:৪৮:৫২ দুপুর





বাংলাদেশের স্বাধীনতার পক্ষে রেকর্ডে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর প্রদানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্বীকৃতি জানান বলে দাবি করেছেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ।

যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন তার সদ্য প্রকাশিত গ্রন্থ ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ গ্রন্থে এসব কথা লিখেছেন, যা বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ট্যাবলয়েড দৈনিক মানবজমিন প্রতিবেদন আকারে প্রকাশ করেছে।

তাজউদ্দীন কন্যার বর্ণনা অনুযায়ী, স্বাধীনতার ঘোষণায় বঙ্গবন্ধুর অস্বীকৃতি জানানোর পর তাজউদ্দীন আহমদ বলেছিলেন, ‘মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে। কারণ কালকে কি হবে, আমাদের সবাইকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায়, তাহলে কেউ জানবে না, কি তাদের করতে হবে।

এই ঘোষণা কোন না কোন জায়গা থেকে কপি করে আমরা জানাবো। যদি বেতার মারফত কিছু করা যায়, তাহলে সেটাই করা হবে। মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন-‘এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে। এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে।’

Click this link

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212615
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৫
হতভাগা লিখেছেন : এত উতলা হয়েন না , উনাকে রিমিই সাইজ করবে ।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৬
160915
নানা ভাই লিখেছেন : কে কারে কখন সাইজ করে,বলা মুশকিল!Winking
212631
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই জন্য কি শারমিনের বিরোদ্ধেও তারেক জিয়ার মত "ইতিহাস বিকৃতি" করেছে বলে মামলা হবে???
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৬
160934
নানা ভাই লিখেছেন : অসম্ভব কি?
বালের(BAL)কাছে সবই সসম্ভব।
212650
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৬
ঘাড় তেড়া লিখেছেন :
আরে ধুর! ঐ মাইয়া পাগলী....

ঐ যে পাগলা আবদুল জলিল ২০০৮ সালের ইলেকসন নিয়া কি জানি কইল...এরকম ই আরেক পাগলী আইছে।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৪
160939
নানা ভাই লিখেছেন : ঠিকই কইচেন, বালের(BAL)বিরুদ্ধে কতা কইলে- লিখলেই পাগল,ছাগল,পাকিস্তানী,রাজাকার, নির্বোধ,যুদ্ধপরাধী হয়।Winking
212662
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৭
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আল্লাহই ভালো জানেন , কোনটা সত্য আর কোনটা মিথ্যা।। তবে একটা উক্তি আমার নিকট ভালো লাগে সেটা হল। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম.।।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৯
160955
নানা ভাই লিখেছেন : Applause
বালাই কইচেন।
212689
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩২
আহ জীবন লিখেছেন : উনি যা বলছেন সত্য যত টুকু মনে হচ্ছে। তবে এটাও ফাঁদ কিনা দেখতে হবে।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৮
160979
নানা ভাই লিখেছেন : যুদ্ধপরাধীদের ফাঁদ নিশ্চয়ই?
বালের বিরুদ্ধে কতা কইলেই হয় যুদ্ধপরাধী, না হয় রাজাকার!
তয় একটা কতা,মুক্তিযোদ্ধা আওয়ামী বিরুদ্ধ হইলে রাজাকার হইয়া যায়। উদাহরন: কাদের সিদ্দীকি
আবার রাজাকার আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হইয়া যায়। উদাহরন: শেখ হাসিনার বেয়াই, পুতুলের শ্বশুর খন্দকার মোশাররফ হোসেন।
আরো আছে এইখানে-সত্য প্রকাশে আপোসহীন; দেখুন আওয়ামীলীগে কত্ত রাজাকার!! পারলে এদের শাস্তি দেন। Tongue
http://abuls.blogspot.com/2012/12/blog-post.html#more
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩১
160993
আহ জীবন লিখেছেন : না আমি এটার কথা বলি নাই। ধরুন আওয়ামীলীগ স্বাধীনতার ঘোষণার দৃশ্যপট থেকে মুজিব কে সরাইয়া নিলো। কিন্তু ঘোষণা আগে কে দিল সেটা জিয়া না বইতে উল্লেখ করা তাজউদ্দীনের কোন ছাত্র। এটার প্যাঁচ সামনে এনে দিল। তখন কি হবে? যদি আপনি এই বইটাকে সত্তের মাপকাঠি ধরেন।
হয়তো তারা চাইছে তাজউদ্দীন কে সামনে আনবে।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৪
160994
আহ জীবন লিখেছেন : জিয়া কে স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে।

আওয়ামী লীগ সব পারে, আপনার কথাই।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৫
160995
আহ জীবন লিখেছেন : হয়তো জিয়া কে স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে।

আওয়ামী লীগ সব পারে, আপনার কথাই।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
160998
নানা ভাই লিখেছেন : আহ জীবন@ আমি ৭১এ ১৫ বছর বয়সে মুক্তিযোদ্ধা ছিলাম। আমি জানি জামাত-শিবির কি? বিএনপি কি? আওয়ামী লীগ কি?
শেখ মুজিব, জিয়া, ৭১-৭৫ যেমন দেখেছি; আজকে আবার শেখ হাসিনার শাসনও দেখছি! ইতিহাস কাউকে রেহাই দেয় না।
২৯ এপ্রিল ২০১৪ রাত ১১:১২
163327
আহ জীবন লিখেছেন : তাহলে সত্যিই আপনি নানা হবেন। আপনাকে স্রসদ্ধ সালাম জানাচ্ছি। আপনার জীবদ্দশায় এ পর্যন্ত সবাইকে শাসন করতে দেখছেন। জিবন্ত কিংবদন্তির সামনে আমি কিছুই না। ইতিহাস বিকৃতির ঠেলায় আমরা নবীনরা অনেক সময় অসহায় বোধ করি।
212745
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
নীল জোছনা লিখেছেন : জামাত শিবিরের চ্যালারা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধা নিয়ে একটু খড়কুটো পেলেই সেটা নিয়ে লাফালাফি করে। নিজেদের অস্তিস্ত দিন দিন ডাউনোসরের মত হচ্ছ সেদিকে কোনো নজরই নাই।
212872
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৯:২১
সবুজেরসিড়ি লিখেছেন : এক তারেক যেতে না যেতেই আরেক শারমিন এসে হাজির এরা আসলে সব রাজাকার এদের জন্য স্পেশাল ট্রাবুনাল করে ফাসি তে ঝোলান হোক . . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File