আমিরের অভিনব গাড়ি ‘রফরফ তাহিয়া’....এই লোকটার কেউ খোজ দিবেন?
লিখেছেন লিখেছেন নানা ভাই ১৯ এপ্রিল, ২০১৪, ০৪:৪১:৪৮ বিকাল
গাড়ির কেনার আগে সবার আগে ভাবতে হয় তেল-মবিল-পেট্রোল অথবা গ্যাসের কথা। যারা গাড়ি ব্যবহার করেন প্রতিদিন তাদের একটা ভাল অঙ্কের টাকা খরচ হয় গাড়ির জ্বালানিতে।
বাংলাদেশের উদ্ভাবক আমির হোসেন (৫০) নামে এক ব্যক্তি এমন একটি ব্যাটারী চালিত ইলেকট্রিক গাড়ি তৈরি করেছেন যা দিয়ে সবচেয়ে কম খরচে যাতায়াত করা যাবে। এ গাড়িতে বগুড়া থেকে ঢাকা আসতে খরচ হবে মাত্র ৭ টাকা।
উদ্ভাবক গাড়িটির নাম দিয়েছেন 'রফরফ তাহিয়া'। প্রাইভেটকার সদৃশ গাড়িটির আসন সংখ্যা চালকসহ ৫ জন। সবচেয়ের মজার তথ্য হল গাড়িটির কোন ইঞ্জিন নাই। ইলেকট্রনিক টারবাইন সিস্টেম চলবে গাড়িটি।
গাড়িটির উদ্ভাবক আমির হোসেন জানান, তেল-মবিলের অতিরিক্ত খরচ বাঁচাতে এ গাড়িটি কাজে দিবে। কারণ আমার এ গাড়িটি দেশীয় প্রযুক্তিতে তৈরি সবচেয়ে সাশ্রয়ী পরিবহন। শুধু বাংলাদেশে নয় আমার এ গাড়িটি এশিয়ার মধ্যে সবচেয়ে আধুনিক একটি গাড়ি।
তিনি আরো জানান, এ গাড়িটির সামনে ও পিছনে মোট পাঁচটি ব্যাটারী আছে। একবার চার্জ দিলে আর চার্জ দিতে হয় না। গাড়ির চাকা ঘুরার সাথে সাথে এটি অটোমেটিক চার্জ হয়। ডায়নামো চার্জিং পদ্ধতিতে চলে গাড়িটি।
সরকারের সহযোগিতা পেলে গাড়িটিকে আরো প্রযুক্তিসমৃদ্ধ করতে পারবেন বলে জানান উদ্ভাবক আমির হোসেন।
http://breakingnews.com.bd/articles/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC/11353/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AC-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E2%80%98%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%AB-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E2%80%99.html
বিষয়: বিবিধ
১৩৪৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ, পড়ার জন্য।
আর এই গাড়ী সুবিদাভোগিরা ছাড়বেওনা।
উনাকে ধন্যবাদ৷
আমার সাথে একজন থাকতেন...উনার কাছে এসেছিলেন একবার ঢাকায়।
সারা বিশ্বেই এখন বিদ্যুত চালিত গাড়ি বিশেষ করে হাইব্রিড ইঞ্জিন চালিত গাড়ি নিয়ে গবেষনা হচ্ছে। এধরনের গাড়িই ভবিষ্যতের গাড়ি।
আমিও খোজটা চাই।
মন্তব্য করতে লগইন করুন