কি বলবেন এখন সরকারের নীতি নির্ধারকরা?
লিখেছেন লিখেছেন নানা ভাই ১৭ এপ্রিল, ২০১৪, ০৪:১৭:২৫ বিকাল
সম্প্রতি ঢাকা থেকে আইএসআইয়ের সদস্যকে ‘র’-এর সদস্যরা ধরে নিয়ে গেছেন- এমন একটি প্রতিবেদন ভারতের শীর্ষস্থানীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে। ঢাকা এয়ারপোর্ট থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এক সদস্যকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সদস্যরা ধরে নিয়ে গেছেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্য এ দেশের নিরাপত্তা ফাঁকি দিয়ে কীভাবে ঢুকলেন। আর ভারতের গোয়েন্দা সংস্থা "র" আইএসআইয়ের এজেন্টকে ঢাকার বিমানবন্দর থেকে তুলে নিয়ে নিয়ে গেছেন। অথচ এমন খবর জানা নেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।
গতকাল আবার পরিবেশ বিষয়ক এনজিও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক লিটু দিনে দুপুরে বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দেলপাড়া এলাকার একটি পেট্রোলপাম্পের সামনে থেকে আবু বকর সিদ্দিককে অপহরণ করা হয়। যারা অপহরন করেছে তাদের পরিচয় পাওয়া যায়নি। এমনকি তারা কোন মুক্তিপনও চায়নি।- কি দাড়ালো তাহলে ব্যপারটা? এরা কি সরকারী না বেসরকারী, নাকি ভীনদেশী সেই "র" বা "আইএসআই" এর চর?
গত ৬ বছরে বিডিআর হত্যা সহ ,বিরোধীদলীয় বিশেষ করে বিএনপির অনেক নেতা কর্মী গুম বা নিখো্ঁজ হয়েছেন।বিএনপি সহ অনেকেই তখন সরকারী গোয়েন্দা বা ভারতীয় "র" এর সম্পৃক্ত থাকার কথা বলেছেন।
আওয়ামী লীগ সরকার এখন পারলে প্রমান করুন যে বিডিআর নিধনে, বিরোধীদল দমনে ভারতীয় কিংবা পাকিস্তানী গোয়েন্দারা জড়িত নয়।
বিষয়: রাজনীতি
১০৪৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তদন্ত?......সাগর-রুনী খুনের তদন্ত চলছে, চলবে..।
মন্তব্য করতে লগইন করুন