"ইসলামী ব্যাংকের অনুদান নিচ্ছে না সরকার" সেই তো নাচলি.....ট্যাকার ভাগা নিয়ে ঘাপলা .....আওয়ামী নাটক
লিখেছেন লিখেছেন নানা ভাই ২৩ মার্চ, ২০১৪, ০৩:৩৫:৪৩ দুপুর
১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা মনোয়ার তিন কোটি টাকার চেক হস্তান্তর করেন।পরের দিন ১৫ মার্চ চেক হস্তান্তরের বিষয়ে ইসলামী ব্যাংক গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায়।
তার দুই দিন পর সরকারের দুই মন্ত্রী দুই রকমের বাণী পেশ করেন জাতির উদ্দেশ্যে।
১/তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীতে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগে ইসলামী ব্যাংকের দেয়া অর্থ ফেরত দেয়ার পরার্মশ দিয়েছেন। তিনি বলেছেন, ইসলামী ব্যাংকের টাকা ফেরত দেয়া উচিৎ। এ টাকা দিয়ে জাতীয় সঙ্গীতের অনুষ্ঠান হবে না। স্বাধীনতা বিরোধীদের এই টাকা নেয়া উচিৎ না। ফেরৎ দেয়া উচিৎ।
২/আরেকমন্ত্রী, আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন,স্বাধীনতা দিবসে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংক থেকে কোনো টাকা নেয়া হয়নি। এটা যাচাই করে দেখতে পারেন। ‘জাতীয় সঙ্গীত লাখো-কোটি মানুষের আবেগের সঙ্গে সম্পর্কিত। এ জন্য প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে সম্পৃক্ত করা হয়নি।’
তখনই বুঝা গেল, ট্যাকার ভাগা নিয়ে ঘাপলা!
সুতরাং...............ব্যক টু প্যাভেলিয়ন।
আজকের খবর "ইসলামী ব্যাংকের অনুদান নিচ্ছে না সরকার"।
বাল সরকারের ট্যাকা নিয়া এ্যাতো লুকোচুরির কারনতো নতুন কিছু না। এই ট্যাকার প্রেমের কথা তো শেখ হাসিনার এক সময়ের সহকর্মী মতিউর রহমান রেন্টু "আমার ফাঁসি চাই" বইতেই লিখছিলেন। আমার ফাঁসি চাই
বিষয়: রাজনীতি
১৩০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তখনই বুঝা গেল, ট্যাকার ভাগা নিয়ে ঘাপলা!
সুতরাং...............ব্যক টু প্যাভেলিয়ন।
আজকের খবর "ইসলামী ব্যাংকের অনুদান নিচ্ছে না সরকার"।
বাল সরকারের ট্যাকা নিয়া এ্যাতো লুকোচুরির কারনতো নতুন কিছু না। এই ট্যাকার প্রেমের কথা তো শেখ হাসিনার এক সময়ের সহকর্মী মতিউর রহমান রেন্টু "আমার ফাঁসি চাই" বইতেই লিখছিলেন। আমার ফাঁসি চাই
মন্তব্য করতে লগইন করুন