উৎপাতের ম্যাতকার
লিখেছেন লিখেছেন হাসান৫৩ ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৪০:১৩ সন্ধ্যা
“শেষ পর্যন্ত লড়াইটা হয়ে গেল দুই অধিনায়কের। তাতে বিরাট কোহলির সঙ্গে কীভাবে পারেন মুশফিকুর রহিম!
যেন বাংলাদেশ কখনই পারে না! যেসব ম্যাচ জিতে সেগুলো স্রেফ ভাগ্যের জোরে।
“দিল্লির তরুণের বখে যাওয়া সময়টার অনেক গল্প একসময় ভারতীয় ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের মুখে মুখে ফিরত। ত্যক্তবিরক্ত, তার চেয়েও বেশি চিন্তিত কোহলির কোচ একদিন তাঁকে একান্তে ডেকে নিয়ে বলেন, ‘এই দিল্লিতে তোমার চেয়ে সুদর্শন অনেক ছেলে আছে। তুমি বিরাট কোহলি কিন্তু শুধু ক্রিকেটার বলে। মনে রেখো, সেই ক্রিকেটটা ঠিক না থাকলে কেউই আর তোমাকে পুছবে না।’”
এসব ছাই-পাঁশ লেখার মানে কি?
আমার প্রশ্ন উৎপাত ( উৎপল)টা প্রথম আলো না আনন্দবাজারের রিপোর্টার। কোহলি যতই ভাল খেলুক না কেন, সেতো বাংলাদেশের খেলোয়াড় নয়, তাকে এত হাই লাইট করার প্রয়োজন ছিল কি?
মুশফিক ছেলেটার উপর দিয়ে কিছুদিন যে ঝড় বয়ে গেল, ইনজুরি সত্ত্বেও ১১৭ করল, আরনের জঘন্য বিমার খেয়েও বুক চিতিয়ে লড়াই করলো- এসব আপনার লেখনী তে ঠা ই পেল না। হ্যাঁ দেশ হেরে গেছে, হ্যাঁ ভারত/ কোহলী ভাল খেলেছে আমাদের চেয়ে, তো আমরা কি করবো? আপনার মত উদ্বাহু হয়ে নাচতে পারছি না বলে দুঃখিত। মিঃ শুভ্র আপনার কাছে কোহলির শতক বড়- শচিন আপনার ক্রিকেট দেবতা , কিন্তু আমাদের মত আমজনতার কাছে, মুশফিক- নাসির- আনামুলরাই অনেক বড় কিছু।
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোস্টে গিয়ে দেখুন- এডিট আইকন আছে-
কিংবা ড্রাফট করুন-এ গিয়ে এডিট করে আবার পোস্ট দিন
মন্তব্য করতে লগইন করুন