™ইসলাম কে অবহেলা™

লিখেছেন লিখেছেন মোঃ আরিফুল ইসলাম শাওন ২০ জুন, ২০১৪, ০৯:৩৬:১০ রাত

একটু মনোযোগ দিয়ে পড়বেন।

নীলা ও নীলা'র বাবার

মধ্যে কথোপকথন...

নীলাঃ আমি বিয়ে করবো না এই

ছেলেটাকে।

বাবাঃ কেন?

নীলাঃ ছেলেটা কালো এবং খাটো।

বাবাঃ তো? সমস্যা কি?

নীলাঃ সমস্যা কি সেটা তুমি বোঝ

না বাবা?

বাবাঃ আল্লাহ

যদি তোকে কালো এবং খাটো বানাইতো?

নীলাঃ যদি বানাইতো, সে তখন

দেখা যেতো।

বাবাঃ আরেকবার

ভেবে দেখো।

ছেলেটা ভদ্র, নম্র ও শিক্ষিত।

সবচেয়ে বড় কথা সে ধার্মিক।

নীলাঃ এটাই তো সবচেয়ে বড়

সমস্যা!!

বাবাঃ কোনটা?

নীলাঃ ধার্মিক।

বাবাঃ তো?

নীলাঃ এই

ছেলেকে বিয়ে করলে আমাকে পর্দা-

টর্দা এসব পালন করতে হবে! আর

শুনেছি আমরা নারী অধিকারের

জন্য

যেসব আন্দোলন করছি,

ছেলেটা এসব

পছন্দ করে না!!

বাবাঃ ছেলেটা ঠিকই আছে।

ইসলাম নারীকে যে সম্মান

দিয়েছে,

এর

চেয়ে বেশি চাওয়াটা কি অন্যায়

নয়?

নীলাঃ ধুর! তুমি যা-ই বলো,

ছেলেটাকে বিয়ে করা আমার

পক্ষে সম্ভব নয়!!

» এভাবেই নিজের

বিয়েটা নিজেই

ভেঙ্গে দিয়েছিলো নীলা।

কিন্তু

এর পরের দিনই এক মারাত্বক

একসিডেন্টে তার চোখ দুটো নষ্ট

হয়ে যায়!! যথেষ্ট

রূপবতী হওয়া সত্বেও

তাই কেউ

তাকে বিয়ে করতে রাজি হলো না!!

☞ আল্লাহর সেরা সৃষ্টি মানুষ ও

ইসলাম

কে অবহেলার

শাস্তিটা নীলা হাতে হাতেই

পেয়ে গেলো।

...একটি সত্য ঘটনা অবম্বনে!!!

বিষয়: বিবিধ

৯৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236944
২০ জুন ২০১৪ রাত ১০:১৭
শিশির ভেজা ভোর লিখেছেন : পড়লাম। এইজন্যই কাউকে অবহেলা করা উচিত নয়।
237176
২১ জুন ২০১৪ দুপুর ০২:৫৩

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File