ভালোবাসা ধনী গরীভ এবং মুসলিম হিন্দু মানে না এটা হয়ে যায়|

লিখেছেন লিখেছেন মোঃ আরিফুল ইসলাম শাওন ০৭ মার্চ, ২০১৪, ০৯:১১:২৩ রাত

একটা মুসলমান ছেলে একটা হিন্দু মেয়েকে খুব ভালোবাসে,মেয়েও ছেলেটিকে খুব ভালোবাসে তাদের ভালোবাসের সুখের সময় বেশি দিন ধরে রাখতে পাড়ে নি,বাসায় কিছু জানা জানি হয়,বাসা থেকে চাপ আসে সেই মেয়েকে আর একটি ছেলের সাথে বিয়ে দিয়ে দিব,তাদের আর কিছু করার ছিল না তারা বাসা ছেড়ে চলে যায়,এবং একে অপরকে বিয়ে করে নেয়,তাদের ছোট সংষার ভালো চলছিল,তারপর তাদের মা বাবা খোজ পায় এবং বাসায় ধরে নিয়ে যায় তারপর মেয়েকে সেই তাদের পছন্দের ছেলের কাছে বিয়ে দিতে চায় আর তখন মেয়ে বিষ খেয়ে নিজেকে শেষ করে দেয়,সে কথা ছেলে শুনে সেও গলায় দড়ি দেয়|

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188547
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:৪৩
বিন হারুন লিখেছেন : তাই বলেই তো বিয়ের আগের পর পুরুষ-নারীর ফষ্টি-নষ্টি নিষেধ. শেয়ার করার জন্য ধন্যবাদ. Rose
188565
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:৫৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভালবাসতে হলে মা-বাবাকে ভালবাস।
ভাল বাসতে হলে নিজ স্ত্রীকে ভালবাস, আর কাউকে নয়।
188747
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:৩৪
সজল আহমেদ লিখেছেন : অবশ্যই প্রেমকরার সময় দেখতে হবে আগে সে কোন ধর্মের।আর আত্মহত্যা মহাপাপ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File