পবিত্র আশুরা'র গল্প
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০১:৫৩:৫৫ দুপুর
"আশুরা"। পবিত্র মুহাররাম মাসের দশম তারিখকে "আশুরা" বলা হয়। অত্যাচারী ফিরআউন ও তার বর্বর সৈন্যবাহিনীর হাত থেকে এই দিনে আল্লাহ্ তায়ালা হযরত মুসা (আ) ও তাঁর সম্প্রদায়কে রক্ষা করেছিলেন।
কৃতজ্ঞতায় হযরত মুসা (আ) রোজা রেখেছেন। আমাদের নবীজিও রোজা রেখেছেন। এবং উম্মতকে রোজা রাখার তাগিদ দিয়েছেন। নবীজি (সা) মদিনায় এসে ইহুদীদেরকে এই দিনে উপবাস থাকতে দেখতে পান। কারণ জিজ্ঞেস করলে তারা উপরের ঘটনা উল্লেখ করে।
তবে ইহুদীদের সাথে পার্থক্য বজায় রাখতে পবিত্র আশুরা'র আগে বা পরে একটি দিন মিলিয়ে মোট দুটো রোজা রাখার আদেশ দেন নবীজি। পৃথিবীর ইতিহাসে এ দিনে আরো অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনার অবতারণা হয়েছে
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশুরা ও মুহাররমের সঠিক ও পূর্ণাঙ্গ বিধান
আশুরার রোজার ফজিলত
ইতিহাসে আশুরা ও মুহাররম
[url href="http://islamicradio-bd.blogspot.com/2017/09/defination-of-Ashura-and-Muharram-bangla.html" target="_blank"][b]আশুরার পরিচয় ও ফজিলত[/b][/url]
আশুরা ও মুহাররম সম্পর্কে প্রচলিত জাল কথা-কাহিনী
মন্তব্য করতে লগইন করুন