বেগুনের হরেক গুণ! (একটি মজার গল্প)
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৩৮:০৯ রাত
সম্রাট বশীর আল-শিহাবী তার ভৃত্যকে বললেন, "আমার খুব বেগুন খেতে ইচ্ছে করছে। রান্না করে রাখবে- কেমন?"
ভৃত্য উত্তর দেয়ঃ "জি মহাত্মন, আসলে বেগুনের অনেক গুণ! এটা সবচেয়ে পুষ্টিকর খাবার। অনেকটা চর্বি ছাড়া গোস্তের মত; আবার এমন মনে হবে যে, কাটা ছাড়া মাছ খাচ্ছেন। ভুনা করে খাওয়া যায়, আবার পুড়িয়েও খাওয়া যায়; চাইলে এটাকে ভর্তা করেও খেতে পারেন। আবার এর চাটনিও বানানো যায়।"
সম্রাট বললেন, "কই, সেদিন তো আমি বেগুন খেলাম। উল্টো আমার পাকস্থলীতে সমস্যা দেখা দিয়েছে!"
এবার ভৃত্য বলেঃ "আসলে এটা সবজি নামের কলঙ্ক! খুব পচা একটা সবজি। সহজে হজম হয় না। অনেক শক্ত; খেলে এলার্জি হয়; আবার দেখতেও বিদঘুটে, কালো।"
সম্রাট বলেন, "কী ব্যপার, এই মুহূর্তে বেগুনের প্রশংসা করে আবার এখনই এটার দুর্নাম করছ?"
ভৃত্য উত্তর দেয়ঃ "মহোদয়, আমি তো আপনার চাকরি করি। বেগুনের চাকরি করি না। আপনি যেটি চাইবেন সেটিই ভাল। যেটি অপছন্দ করবেন সেটিই খারাপ।"
আমাদের সমাজে এমন হাজারো চাটুকার আমাদের নাকের ডগাতেই ঘুরে বেড়ায়। তাদের প্রতারণামূলক চরিত্রের কারণে সমাজের কোনো উন্নতি হয় না।
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন