আমেরিকান বীর ও সৌদি সন্ত্রাসী!
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:২৮:৩৪ দুপুর
নিউইয়র্ক-এর সেন্ট্রাল পার্কে এক পথচারী হেঁটে যাচ্ছেন! হঠাৎ তার নজরে পড়ল একটি পিটবুল কুকুর একটি ছোট্ট শিশুকে আক্রমণ করেছে। লোকটি মুহূর্তে দৌড়ে গিয়ে শিশুটিকে বাঁচাল এবং কুকুরটির উপর্যুপরি আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে সেটিকে মেরে ফেলল!
একটু দূরেই এক পুলিশ অফিসার সবকিছু লক্ষ্য করছিলেন; তিনি এগিয়ে এসে লোকটির পিঠ চাপড়ে দিলেন এবং বললেন, "তুমি তো একজন বীর। আগামীকাল সকল পত্র-পত্রিকায় এই ঘটনাটি ছাপা হবেঃ "একজন নিউইয়র্ক অধিবাসী একটি ছোট্ট শিশুর প্রাণ বাচিয়েছে।" লোকটি তখন বলল, "আমি তো নিউইর্কার নই!" "ও, তাহলে সংবাদটি এমন হবে, একজন বীর আমেরিকারন এক শিশুর প্রাণ রক্ষা করেছে!" মানুষটি আবারো বলল, "আমি আমেরিকান নই!" "তাহলে তুমি কী?" পুলিশের অধৈর্য প্রশ্ন! লোকটি তখন উত্তর দেয়, "আমি একজন সৌদিয়ান!"
পরের দিন সকল নিউজপেপারে খবর ছাপা হল, "এক ইসলামি জঙ্গি একটি আমেরিকান অসহায় কুকুর মেরে ফেলেছে"।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতিবাদে কেউ যদি তাদেরকে একটা চিমটি কাটে তবে সেটা সন্ত্রাসী কার্যকলাপ।
ভাগ্যিস আমাদের স্বাধীনতা সংগ্রাম এই কনস্পিরেসি থিওরী চালুর আগে হয়ে গেছে !
মন্তব্য করতে লগইন করুন