"তুমিই তোমার জীবন-কর্ম পড়ে শোনাও!"
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৫ মার্চ, ২০১৬, ১১:১৬:২৬ সকাল
প্রিয় বন্ধুরা, আমাদের হাতের নাগালে যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে; এগুলো আমাদের সবার জন্যই বিশেষ জীবন-ডায়েরি হিসেবে আবির্ভূত। যা ইচ্ছে আমরা এতে সংযোজন করতে পারি। টুইটারে-ফেসবুকে বিবৃতি লিখে, ইন্সটাগ্রামে ছবি আপলোড করে, অথবা স্ন্যাপ চ্যাট- ইউটিউবে কোন ভিডিও ধারণ করে আমরা চিত্ত-মনোরঞ্জন করতে পারি। তবে এমন একদিন আসবে, যেদিন আমাদের সবার জন্য এই 'বিশেষ ডায়েরি' তুলে ধরা হবে। আর সকল ফেরেস্তার সামনে আমাদের নির্দেশ দেওয়া হবে; "তুমিই তোমার জীবন-কর্ম পড়ে শোনাও!" إقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا - "তুমিই তোমার আমলনামা পাঠ কর। আজ তোমার হিসেবের জন্য তুমি নিজেই যথেষ্ট।"
এমন অনেকেই আজ আমাদের মাঝে নেই যাদের আমাদের মতই ধারণা ছিল যে, সামাজিক মাধ্যমগুলো শুধু উপভোগের মাধ্যম। কিন্তু মালাকুল মাউত যে তাদের সে ভাবনাতে ইতি টেনে দিয়েছে। অবুঝ মানুষগুলো খুব চেয়েছে বোধহয় যে তারা সে অবলম্বনগুলো যেভাবে ব্যবহার করেছে কিংবা তাতে যা পোস্ট করেছে; সেগুলো মুছে দিতে। দুঃখ, তারা যদি সেটা পারত! সে সুযোগ যে কারো জন্য অনুমোদিত নয়!
কিন্তু সবার বেলায়ই এমন বিষাদময় পরিণতি রচিত হয়েছে- ব্যপারটি আদতে সেরকম নয়। এমন কিছু সৌভাগ্যবান রয়েছেন যারা এ সামাজিক মৈত্রীগুলো ত্যাগ করার পরও তাদের কল্যাণময় কীর্তি এখানে জেগে রয়েছে। তারা কবরে রয়েছেন, অথচ তাদের হিতৈষী চর্চা এবং উত্তম কাজের বিনিময় তাঁরা অবিরত পেয়ে যাচ্ছেন। তাদের জন্য অভিনন্দন! আসলে প্রতিটি অনুরক্ত মানুষের জন্য এ ভার্চুয়াল জগত তাঁর ভাল-মন্দ প্রতিষ্ঠার নিগূঢ় উপায়। যদি এতে ভাল কিছু রেখে যাওয়া যায়, তবে তা পরবর্তীতে কল্যাণকর হয়ে ফিরে আসবে। আর যদি খারাপ কিছু হয়, তো সেটা অভাগার জন্য খারাপ ফলাফলই নিয়ে আসবে।
আপনি কখনো ভেবেছেন কি, আপনার আমলনামা আপনার জন্য কিসের বার্তা বয়ে আনবে
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন