কথায় নয়, কাজে প্রমাণ চাই!

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৪৯:৫৪ সকাল



টিচার ছাত্রকে জিজ্ঞেস করলেন, "মনে কর, একটি গাছে চারটি পাখি আছে। এর মধ্যে তিনটি উড়ে যাবার মনস্থির করল। বাকি রইল কয়টি?"

ছাত্রটি জবাব দেয়, "এ তো খুব সহজ প্রশ্ন। আর মাত্র একটি পাখি বাকি আছে।"

পাশ থেকে আরেকজন ছাত্র বলে ওঠে, "না, উত্তরটি সঠিক হয়নি। বরং চারটি পাখিই অবশিষ্ট রয়ে গেছে!"

কথা শুনে দু'জনই চমকে গেলেন। তারা জানতে চাইলেন এর কারণ কী।

তখন দ্বিতীয় ছাত্র শিক্ষককে উদ্দেশ্য করে বলে, "আপনি তো বলেছেন; পাখিগুলো উড়ে যাবার মনস্থির করেছে। কিন্তু উড়ে তো যায়নি!"

হ্যা, এ গল্পের মোরাল এটিই। কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ এবং সেটি বাস্তবায়ন করা সম্পূর্ণ ভিন্ন ব্যপার। আমাদের সমাজে বড় বড় কথা বলেন এমন অনেকেই আছেন। তবে বাস্তবের মাটিতে তাদের কোন দম্ভই টিকে থাকেনা! তাই কথায় নয়, কাজে বিশ্বাসী হতে হবে!

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360545
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:০১
শেখের পোলা লিখেছেন : আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে৷ ধন্যবাদ৷
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:১০
298802
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কবিতার পঙক্তি দিয়ে কথাগুলো আরো সহজভাবে প্রমাণ করে দেওয়ার জন্য ধন্যবাদ Good Luck
360546
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মনস্থির করেই তো কাজ হবে!
360548
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৪২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কাজটি করে ফেলতে পারলে তো ভালই! Happy
360554
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০২
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

ব্লা ব্লা ব্লা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৪০
298809
ইমরান বিন আনোয়ার লিখেছেন : Happy Winking =Happy
360649
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫৪
হতভাগা লিখেছেন : আমাদের দেশে কথাতেই কাজ হয়ে যায় , কাজ না করলেও চলে ।

১০ টাকায় ১ কেজি চাল খাওয়ানোর কথা বলে ৭ বছর পজিশন ধরে আছে।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৪৮
298884
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কী বলেন ভাই, "গত চার বছরে এক কোটিরও বেশি মানুষকে চাকরে দেওয়া হয়েছে"- তারপরও বলেন আমাদের দেশে কথাতেই কাজ হয়ে যায়! অবশ্য উপরের কথাটি আপনার মনপুত না হলে যিনি বলেছেন তাকে ধরতে পারেন, আমরা যে শুধু শুনেই খুশি Tongue Tongue Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File