'আল-বিদা' কখনো বলতে নেই, সখী!

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২১ জানুয়ারি, ২০১৬, ০১:৫৬:৩৪ দুপুর



ভালবাসার বিনিময়ে শুধু ভালবাসা-ই চাই,

মন ভুলানো আশ্বাসে কী এমন সুখ!

একটু অভিমান থাকুক, আরো থাকুক কিছু চাওয়া-পাওয়া;

তবে অযত্নের ছাপটুকু যদি ফুটে ওঠে কভু, বুঝব; সে প্রেমে নিবেদন নেই!

নিঃসঙ্গতাকে হারাতে পারিনি। আমার সে সম্বল নেই যে!

তোমার প্রশ্রয়ের শুভ্র হাসিটুকু

আমার জন্য মেঘলা আকাশে রোদের পেয়ালা।

আমার শুষ্ক প্রাণের বলয়ে, তুমি যে শীতল জলধারা!

প্রেম-লুকোনো শাসনে বড় নিবেদিত হতে ইচ্ছে করে,

অথচ, একটু অসঙ্গতিতে তোমার অনুষ্ণ আলাপন

আমায় করে তোলে দ্বিধাগ্রস্থ-স্বপ্নহীন!

জানি, ভালোবাসো আমায়। আমিও কি বাসি না?

প্রগাঢ় জমাট কষ্টে হৃদয় বড় যাতনাক্লিষ্ট হলেও

সে কষ্ট না দেখাতে চাওয়াই কি আমার অপরাধ?

গোণা ক'জন প্রিয় মানুষ আছে। আর আছো তুমি। শুধুই তুমি!

আমার বিবর্ণ গুমোট পৃথিবীতে, তুমি যে উজ্জ্বল কিরণমালা।

আবারো যদি কথা হয়, এ যে হতেই হবে;

খুব দ্রুত আমায় পর করে দিয়োনা।

কর্পদকশূন্য এ আমি, ভালবাসার বড় আকাঙ্ক্ষী!

তোমায় খুশি করে এমন শব্দ জানা নেই!

না তো মিথ্যে প্রতিজ্ঞায় তোমার জন্য আকাশ ছুঁতে চাইব।

শুধু মুখ ফুটে বলা ক্লিশে 'ভালোবাসি' শব্দটুকুই

আমার ভেতরের সকল মমতানুভূতি অর্পন করে, জেনে নিয়ো!

আমার কল্পনার ভালবাসার উদ্যানে, তুমিই যে কেবল কুসুমিত গোলাপ!

আর কিছু বলতে চাইনা। বলার সামর্থ্যও যে নেই!

দূরে বা কাছে, রাগ-অনুরাগে;

ভালোবাসি তোমায়। ভালোবাসবো! 'আল-বিদা' কখনো বলতে নেই, সখী!

(স্বাক্ষরঃ ই_আ)

বিষয়: বিবিধ

১৩৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File