পাপাচার মনিব ও অসহায় শ্রমিকেরা!

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৭ ডিসেম্বর, ২০১৫, ১২:১৪:১২ দুপুর



# পঞ্চাশজন মানুষ প্রতিদিন এখানে কন্সট্রাকশনের কাজ করতে আসেন। ভোর পাঁচটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত তাদের কাজের বাধ্যবাধকতা! মাঝখানে আধ-ঘন্টার মত সময় মেলে বিশ্রাম নেবার। ব্যস, এতটুকুই! সহানুভূতি বলতে এরচেয়ে বেশি কিছু তাদের পাওয়া হয়না। সকালে ঘুম থেকে ওঠে নাকে-মুখে কয়েকটা শক্ত বিস্কুট অথবা আরো দ্রুতগতির কিছু খেয়ে তাদের বেরিয়ে পড়তে হয়। তারপর 'গাধার' খাটুনি খেটে পঞ্চাশ মাইল দূরের কর্মস্থল থেকে ফিরে নিজেদের খাবারের ব্যবস্থা করা, ক্লান্ত ও বিধ্বস্ত দেহটিকে একটু অবকাশ দেওয়া তাদের নিয়তির অংশ। এটাই তাদের জীবন। ভবিষ্যতে কখন সুখ পাবে সে আশায় বর্তমানকে খুন করা হল তাদের জীবন।

# গতকাল তাদের বহন করা বাসটি নষ্ট হয়ে গেছে। ১টা বাজে ফেরার সময় হলেও দুপুর গড়িয়ে তখন তিনটা প্রায়। কোম্পানির তরফ থেকে অন্য কোনো বাসের ব্যবস্থা করা হয়নি। এ নষ্ট বাসটিই সারিয়ে তারপর সবাইকে ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হবে। একজন বলল, গাড়ির নষ্ট যন্ত্রাংশ ১৫০ কিমি দূরের ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যন্ত্রগুলো ঠিক করে ফিরে এসে বাস মেরামত করে তবেই সবাইকে নিয়ে রওয়ানা দেওয়া হবে ক্যাম্পে! ব্যপারটা হাস্যকর!!!

# তিন মাস চার মাস চলে যায় কোম্পানি থেকে বেতন দেওয়া হয়না! তারপর খুব 'অনুগ্রহ' করে এক মাসের বেতন দেওয়া হয় এবং ফলাফলে আবারো সেই একই ঘটনার পুনরাবৃত্তি। শ্রমিক ভাইদের মুখে তবু হাসির দীপ্তি কমেনা। আড়ালে হয়ত তাদের চোখ দুটো ভেজা থাকে সবসময়! বাইরের পৃথিবীতে সে কষ্ট কজনই দেখে!

# রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।" এ হাদিসের মূল ভাষ্য হল, শ্রমিকের অধিকার রক্ষা করতে হবে। তার পারিশ্রমিকে বিলম্ব করা যাবেনা। তার উপর সাধ্যের অতীত বোঝা চাপিয়ে দেওয়া যাবেনা। অথচ নামধারী মুসলিমেরা বেমালুম ভুলে আছে সব! পৃথিবীর সব মালিক পক্ষ, অন্তত মুসলিমেরা এমন পাশবিক হয় কী করে!

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354351
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৬
egypt12 লিখেছেন : আসল মুসলিম কে আছে ভাই আমরা সবাই এখন শিয়া, সুন্নি ও ওহাবী বা বাংলাদেশী, আরবী ও ইরানী হয়ে গেছি।

তাই ভাতৃত্ব নেই বললেই চলে।
১৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:২৭
294235
আবু সাইফ লিখেছেন : ২
ইমরান বিন আনোয়ার লিখেছেন :
হুম। যথার্থ বলেছেন! মুসলিমদের মাঝে এখন ভ্রাতৃত্ব ব্যপারটা নেই বললেই চলে।
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২৭
295292
egypt12 লিখেছেন : আপ্নে কি বলেছেন??? Waiting
354354
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : হুম। যথার্থ বলেছেন! মুসলিমদের মাঝে এখন ভ্রাতৃত্ব ব্যপারটা নেই বললেই চলে।
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৪
294200
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার মন্তব্যের জবাবটি মন্তব্যকারী এজিপ্ট২ পায়নি
354366
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : নামে নয়, চর্চায় মুসলমান হলেই কেবল রাসূলের হাদীসের প্রয়োগ আশা করা যায়।
354368
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৫৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ঠিক বলেছেন! "আপনার মন্তব্যের জবাবটি মন্তব্যকারী এজিপ্ট২ পায়নি"-ব্যপারটা বুঝিনি।
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২৮
294212
আবু জান্নাত লিখেছেন : প্রতি মন্তব্য করার সময় মন্তবের ডান দিকের নিচের নীল এরােতে ক্লিক করুন। তারপর মন্তব্য করুন। হয়ে যাবে।
354380
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৩
আবু জান্নাত লিখেছেন : যথার্থ বলেছেন, আমিরাতের শ্রমিকদের দুঃখের জীবন স্বচক্ষে প্রত্যাক্ষ করেছি। মালিকদের শাহী জীবন আর শ্রমিকদের অসহায়ের জীবন। তিন মাসরে সেলারী মালিকরা আটকিয়ে রাখে সেলামী হিসেবে। ঘন্টা হারে শ্রমিকদের বেতন দেয়। জাতিয় ছুটি আর শুক্রবারের ছুটি, সবই শ্রমিকদের পক্ষ থেকেই কর্তন হয়। একদিন ডিউটি মিস করলে দুদিনের বেতন কাটা হয়। ওভার টাইম থেকে সুপারভাইজার একটি অংশ কেটে নেয়, না হয়ে ওভারটাইমের পয়সা পাওয়া যাবে না। এভাবে আরো কত বলবো।
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১১
294221
ইমরান বিন আনোয়ার লিখেছেন : সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে একই অবস্থা! ব্যপারটা চরম দুঃখজনক! মুসলিম হিসেবে আমাদের এই দৈন্যতা বিজাতীয় মানুষদের কাছে আমাদের আরো ছোট বানিয়ে দেয়।
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৯
294232
আবু জান্নাত লিখেছেন : আসলে এখানে ধর্মীয় ব্যাপার নয়, যে সকল কোম্পানীর মালিক ইউরোপ আমেরিকা, তাদের তাদের মাঝেও এধরনের আচরণ প্রতিয়মান।

তবে বিশেষ করে বাঙ্গালী ও ইন্ডিয়ানীদের মাঝে এগুলোর প্রবণতা বেশী। আরবদের মাঝেও এধরনের কিছু লক্ষ করা যায়। তবে খুব কম সংখ্যক।
১৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৭
294243
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ব্যপারটা ধর্মীয় নয়। সব সমাজেই এই সমস্যা বিদ্যমান। তবে আমার কষ্ট হয় যখন দেখি মুসলমানদের মাঝে এই দুষ্ট অভ্যাসগুলো অন্যদের চেয়ে বেশি বিদ্যমান। অন্যদের তো কোনো ইনসাফের মাপকাঠি নেই। কিন্তু আমাদের? কুরআন, হাদিস, নবী, সাহাবা; এমন সব আদর্শ থাকার পরও আমরা জাগতিক চরিত্রগুলো এখনো ভালোভাবে আয়ত্ত করতে পারিনি। এটা একেবারেই গ্লানিকর।
354387
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৬
দ্য স্লেভ লিখেছেন : আখিরাতে অধিনস্তরা অভিযোগ প্রত্যাহার না করা পর্যন্ত ছাড়া হবেনা
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
294222
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আল্লাহ ইনসাফের মালিক। তার কাছে কেউ ন্যায়বিচার বঞ্চিত হবেনা।
354394
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩১
আফরা লিখেছেন : বর্তমানে সত্যিকার মুসলিম কমই আছে মালিক বলেন আর শ্রমিক বলেন ।

মালিকেরা বিভিন্ন ভাবে শ্রমিকের উপর জুলুম করে আবার শ্রমিকেরাও কাজে ফাকি দেয় ও সুযোগ থাকলে চুরি- চামারি করে ।

ধন্যবাদ ভাইয়া ।
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৬
294231
আবু জান্নাত লিখেছেন : কথাটি একে বারে ফেলে দেওয়ার মত নয়। তবে ৯৫% শ্রমিকরা মাজলুম।
১৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৩
294242
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমি ব্যক্তিগতভাবে শ্রমিকদের পক্ষেই বলব। দু'একজন যে অবৈধ পন্থা অবলম্বন করেনা তাতো নয়-ই। আর সেটা অবশ্যই নিন্দনীয়। তবে তাদের প্রয়োজন ও চাহিদার অনুপাতে তারা কখনোই পর্যাপ্ত সুবিধা পায়না। শ্রমিকদের তো তেমন কিছুই নেই। যাদের অধীনে তারা কাজ করে, সেই মালিকদের অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও তারা শ্রমিকদের অধিকার আদায় করেনা। উল্টো তাদের ওপর জোর-জবরদস্তি চালায়। ফলে অনেক সময় শ্রমিকরা বাধ্য হয়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে। শ্রমিকরা যখন পাঁচ টাকা চুরি করে, সেটা হয়ে যায় ঘৃণিত অপরাধ, কিন্তু পুরো মাসের হাড়ভাঙা শ্রম শেষে মাস শেষে যখন তাদের বেতনের টাকা আটকে রাখা হয়, সেটা নিয়ে তেমন উচ্চবাচ্য হয় না। ব্যপারটা দুঃখজনক। মানুষ হিসেবে আমাকে এ বিষয়গুলো খুব পীড়া দেয়।
354403
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৯
হতভাগা লিখেছেন : আপনাদের দিকে এসব ব্যবসায়ীদের লক্ষ্য করার কি আছে ? ওরা বরং নাইট ক্লাবে নর্তকির পেছনে টাকা ঢালতেই বেশী পছন্দ করে ।
১৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৮
294244
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনি ঠিকই বলেছেন!
354406
১৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০১
অপি বাইদান লিখেছেন : সেখানে ইসলাম, সেখানেই অনাচার।
১০
354411
১৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : 'যেখানে অপি বাইদান, সেখানেই কৌতুক!' হা হা হা
১১
354959
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৯
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : ভবিষ্যতে কখন সুখ পাবে সে আশায় বর্তমানকে খুন করা হল তাদের জীবন। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৩
294741
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মতামত জানানোর জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File