প্রশংসা ও আবিষ্কার

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৩ অক্টোবর, ২০১৫, ১১:৩১:৩৩ সকাল



সহজাত ব্যপারগুলো বুঝতে আপনার বিদ্বান হওয়ার প্রয়োজন নেই। তবে বিদ্বান ও অভিজ্ঞরা যখন একটি কথা বলেন, বিশ্বাস করা যায় এর পেছনে হাজারো যুক্তি ও উপমা রয়েছে। অনেকদিন আগে ডেল কার্নেগির প্রশংসা বিষয়ে একটি উক্তি পড়েছিলাম। কথাটি কী ছিল স্পষ্ট মনে নেই। তবে সেটির সারমর্ম ছিল এই, আপনি প্রশংসা দিয়ে আপনার শত্রুর মনও জয় করতে পারবেন। প্রিয়জনদের বেলায় সেটি আরো কার্যকর বলে প্রমাণিত! কার্নেগীর কথাটি শতভাগ সত্য। আমি বেশ কিছুদিন এর ওপর 'আমল' করেছি এবং সার্থক ফলও পেয়েছি।

যে কারণে এই লেখার অবতারণা তা হল, সেদিন ফেসবুকের একটি গ্রুপে নিজের ব্যক্তিগত একটি গল্প লিখেছিলাম। লেখাটি আসলে কতটুকু ভালো হয়েছে তা বলতে পারবোনা! তবে পাঠকদের কমেন্ট ও আন্তরিক প্রশংসাবাণীতে আমি প্রায় বিস্মিত হয়ে গিয়েছি! নামাজে দাঁড়ানোর পরও তাঁদের প্রশংসাবাক্যগুলোই আমাকে নাড়া দিচ্ছিল। ঠিক নামাজেই তখন একটি অসামান্য ভাবনার আবিষ্কার হল।

আচ্ছা, সুরা ফাতেহা'র পুরোটাই আল্লাহ'র প্রশংসাবাক্যে ভরা, তাই না? আমরা দৈনিক পাঁচ বেলা নামাজ পড়ি ও অসংখ্যবার আমাদের সুরা ফাতেহা পড়তে হয়। সে হিসেবে আমরা দৈনিক অসংখ্যবার আল্লাহ'র প্রশংসা করছি! তার মানে, 'অসংখ্যবার' আমাদের প্রতি আল্লাহ ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকছেন! আমরা যদি বিশুদ্ধভাবে নামাজ আদায় করতে পারি, আল্লাহ'র কাছে কিছু চাই, তো প্রশংসায়-মুগ্ধ রাব্বুল ইজ্জত আমাদের কিভাবে বিমুখ করবেন- হা?

যেখানে পৃথিবীর ক্ষুদ্র মানুষগুলোও নিজের স্তুতি শুনে সবকিছু স্বতঃস্ফূর্তভাবে দান করে দিতে চায়, সেখানে মহান স্রষ্টা আল্লাহ তায়ালা তাঁর প্রশংসার বিনিময়ে আমাদেরকে কত কিছুই না দান করে দিতে পারেন! আমরা শুধু চাইতে পারিনা বলেই না তাঁর কাছ থেকে কখনো-সখনো আশানুরূপ তেমন কিছু পাইনা ।

বিষয়: বিবিধ

৯৭৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344179
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। আল্লাহতায়লা ইবাদত এর জন্যই মানুষ এর সৃষ্টি করেছেন।
344188
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৩৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : স্বাগতম! অবশ্যই আল্লাহ তাঁর ইবাদাতের জন্য মানুষ ও জীন জাতিকে সৃষ্টি করেছেন।
344203
০৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:০৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ধন্যবাদ!
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৩
285738
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ওয়াআলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম। ভালো থাকুন।
344261
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৪৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। খুব ভালো লাগলো লিখাটি! অনেক অনেক শুকরিয়া চমৎকার লিখাটির জন্য!
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৪
285739
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ওয়াআলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। অনেক অনেক কৃতজ্ঞতা লেখাটি পড়ার জন্য। শুভেচ্ছা রইল।
344283
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৫:০৫
কাহাফ লিখেছেন :
'চাওয়ার মত চাইলে অবশ্যই আল্লাহ দিবেন!'
সমস্যা হল-আমরা প্রকৃত আস্হা ও বিশ্বাস নিয়ে চাইতে পারি না!
সুন্দর উপলব্ধিময় উপস্হাপনা ভাল লাগল!
জাযাকাল্লাহু ওয়া ইয়্যানা,আমিন!
344424
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমিন, ইয়া রাব্বাল আলামিন। সুন্দর মন্তব্যের জন্য একরাশ কৃতজ্ঞতা! আল্লাহ আপনার মঙ্গল করুন।
346140
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫৯
লজিকাল ভাইছা লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ ।
349147
০৯ নভেম্বর ২০১৫ রাত ১০:৪১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর বলেছেন!
353965
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File