হোক অযথা এসব কথা, দুঃখের পরেই সুখ আসে কি?

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৬:০৩ রাত

বয়স চব্বিশ পেরিয়ে পঁচিশে ঠেকেছে। পড়াশোনা এবং চাকরি, ভীষণ দুরূহ দুটি কাজ একসাথে করতে গিয়ে চিড়েচ্যাপটা হয়ে যাচ্ছি। সমানভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করলেও, সত্যি কথা হল, তেমন সফল হতে পারছিনা। এই অসফলতা বা ব্যর্থতার পেছনে মূল কারণ হল 'নিঃসঙ্গতা'। শহর থেকে অনেক দূরে কর্মস্থল হওয়ায় সারাক্ষণ একাকী-ই থাকতে হয়। আশেপাশে মানুষজন কম। তাছাড়া এখানে সবাই কাজের বাধ্য-বাধকতায় আটকে আছে। ফলে কেউ কাউকে সময় দিতে পারেনা। আমি পড়ে গেছি মহা গ্যাঁড়াকলে! কারো সাথে আড্ডা দিতে পারিনা। সারাক্ষণ বুঁদ হয়ে বসে থাকতে হয়। নিজের বাসাতে, যেখানে পুরো একটি ফ্যামিলি আনন্দের সাথে দিনাতিপাত করতে পারে, সেখানে কিনা আমি একা নিজের জীবনের মূল্যবান সময়গুলো পার করে দিচ্ছি। নিজের মধ্যে এক ধরণের 'জ্যাম' অনুভূত হয়। কোনও কাজে মন বসাতে পারিনা। পড়াশোনা, চাকরি, দুটোর জরুরি কাজগুলো ছাড়া বাকি সবকিছু থেকে উদাসীন থেকে যাই। ভেতরে কোনও উদ্যমতা খুঁজে পাইনা। মাঝেমাঝে ভয় হয়, না জানি আবার মানসিকভাবে 'অসুস্থ' হয়ে পড়ি! সারাদিন ল্যাপটপের পাতায় ইন্টারনেট ঘেঁটে কত সময় পার করা যায়! একজন বন্ধু প্রয়োজন। সত্যিকারের বন্ধু। সাহস, অনুপ্রেরণা, নির্দেশনা; সবকিছু যার কাছে নিঃস্বার্থভাবে পেতে পারি। এমন কেউ নেই তাতো জানি-ই! তবু আশা করতে দোষ কী! আশা করতে দোষ নেই। আমার আশা আমার স্বপ্নে বাঁধা দেওয়ার কেউ নেই। (হাঁসির ইমু)

দু'দিন আগে বাসায় গিয়েছিলাম। ভাইয়ার বাসায়। আজ সকালে ফিরলাম। বাস থেকে নেমে অনেকটা পথ হেঁটে এলাম। সাথে প্রায় দশ কেজি ওজনের তিনটে ব্যাগ নিয়ে এসে আমি যেন বাঁকা হয়ে গেছি। দুপুরে খেয়ে লম্বা ঘুম দিলাম। একটু আগে মায়ের সাথে কথা হল। ইমুতে কথা বললাম। ইদানিং 'ইমু'টা ভাল কাজে দিচ্ছে। অনেক দূরে থেকে মা-বাবাকে দেখে দেখে কথা বলি। তাঁরাও আমাকে দেখেন। দেখে উৎকণ্ঠিত হন। 'তোর চেহারাটা কেমন পাংশুটে হয়ে গেছে। খাওয়া-দাওয়া করিসনা বুঝি'? আমি মাথা দোলাই। 'হুম, খাওয়া-দাওয়াটা ঠিকমত হয়না' বলে অসহায়ভাবে স্ক্রিনে তাকিয়ে থাকি। মায়ের চোখে পানি টলমল করে। বাবা কেমন অস্থির হয়ে যান! আমি দোয়া চাই। বারবার দোয়া চাই। বলি, 'আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া-ই আমার জীবনের একমাত্র সম্বল।' চোখে পানি নিয়ে মা বলেন, 'বাবা, তোর জন্য আমি দিন-রাত দোয়া করি। রোজা রাখি। নামাজ পড়ি। আল্লাহ'র কাছে তোর জীবনের সফলতা কামনা করি।'

হ্যাঁ, জীবনে আর কিছু না পেলেও অন্তত এই একটি ব্যপারে আমি গর্ব করতে পারি, আমার মত মা-বাবার ভালবাসা ও অহর্নিশ আশীর্বাদ পৃথিবীর খুব কম সন্তান-ই অর্জন করতে পেরেছে। সেজন্যই, নিজের সবচেয়ে সুন্দর স্বপ্নগুলো বিসর্জন দিয়ে হলেও আমি তাঁদের মুখে এক টুকরো সুখের হাসি ফোটাতে চাই। বহুদূরের একলা নির্জন প্রান্তে তাঁদের দোয়াকে সম্বল করেই জীবনকে টেনে নিতে চাই।

বিষয়: বিবিধ

১৬১৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341709
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৫
আফরা লিখেছেন : তাহলে তো খুব কঠিন সময় পার করতেছেন ।
341713
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : Happy Happy আসলে অতটা কষ্টে আছি বলা যাবেনা। জীবনটাকে ভালই মনে হয়। যা চাইছি তাই পেয়ে যাচ্ছি! কিন্তু ওই যে, নিঃসঙ্গতা, খুব বেশি জ্বালাতন করে। একজন সঙ্গী পেলে ভাল হত। (আনুষ্ঠানিক কোনও সম্পর্ক এখনো কাম্য নয় Happy) সময়টা কেটে যেত নিদারুণ আনন্দে। বিকেলের কাশফুলের মত!!!
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৮
283048
আফরা লিখেছেন : ব্লগে সময় দেন ভাইয়া এখানে অনেক বন্ধু পাবেন দেখবেন ভাল লাগবে ।
341718
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার পরামর্শটুকু আন্তরিকভাবে গ্রহণ করছি। আসলে ইদানিং নেটেই থাকা হয় সারাদিন। ব্লগ, ফেসবুক, বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট; এসবেই আমার একাকী সময়টা পার করতে হয়। বর্তমানে লিখতে মনে চায়না। শুধু পড়তে ভাল লাগে। তবে ভার্চুয়াল জগতের সবচেয়ে বড় সমস্যা হল, এক সময় এটা আপনার কাছে বিরক্তিকর হয়ে ওঠবে। এটা তো আপনি তো জানেন-ই Happy। তাই সারাদিন নেটে দিকবিদিক ঘুরেও একাকীত্বকে জয় করা যায়না! আপনাকে এত কথা বললাম বলে আবার মনে কিছু নিবেননা যেন! Happy Happy Good Luck Good Luck
341758
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫০
বিনো৬৯ লিখেছেন : "সারাদিন ল্যাপটপের পাতায় ইন্টারনেট ঘেঁটে কত সময় পার করা যায়!" ঠিক বলেছেন ভাই। সত্যিকারের কোনও বন্ধু পাশে না থাকলে জীবনটা খুব বোরিং হয়ে যায়। আপনার জন্য শুভকামনা রইল যেন অচিরেই কোনও বন্ধু পেয়ে যান। Love Struck Love Struck
341759
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫১
ইমরান বিন আনোয়ার লিখেছেন : থ্যাঙ্ক ইয়ু ব্রাদার! আল্লাহ আপনার মঙ্গল করুন।
341837
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:২৫
লজিকাল ভাইছা লিখেছেন : Facebook, Blog এর নেশায় একবার পেয়ে গেলে , চাকরিটাই হারাতে হবে !! আমার চাকরি যায় যায় ------ ভাল আছেন, চাকরি করেন,পড়াশুনা করেন, ইসলাম বুঝার চেসটা করেন । ধন্যবাদ ।
341841
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:০২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : Happy Happy থ্যাংকস ! আমি অবশ্য অতটা আসক্ত নয়। অন্য কিছু করার থাকেনা বলে নেটে সবসময় এক্টিভ থাকি। তবে আমি কোনও সময় 'সীমানা ছাড়িয়ে' কোনও কাজ করিনা আলহামদুলিল্লাহ।
আপনার পরামর্শের জন্য কৃতজ্ঞতা! ভালো থাকুন। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File