বেশ অনেকদিন পর
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২১ মে, ২০১৫, ১০:৩১:১৭ রাত
বেশ কিছুদিন ধরে ব্লগে অনিয়মিত হয়ে পড়েছি। গত পাঁচ মাসে সবমিলিয়ে মনে হয় মাত্র তিন-চারটি লেখা পোস্ট করেছি! ব্লগে অনিয়মিত হওয়ার প্রধানতম কারণ হল- অলসতা। দ্বিতীয়ত, গত দেড়মাসে বিভিন্নভাবে চেষ্টা করেও নিজের ব্লগে ঢুকতে পারিনি। কোনো নোটিফিকেশন শৌ করছিলনা। আজকে একটু ভিন্নভাবে চেষ্টা করলাম। হয়ে গেল প্রবলেম সলভড!
ঠিক কী কারণে ব্লগে ঢুকতে পারিনি তা মডারেটররাই জানেন। তবে আমার মত আরো অনেকেই হয়তো এই প্রবলেমে সাফারড হয়ে আছেন। তাঁদের জন্য কোনো সলিউশন প্রোভাইড করা থাকলে খুশি হতাম।
ব্লগে ঢুকতে না পারলে সবচেয়ে বড় যে ভয়টি মাথায় কাজ করে তা হল, তবে কি আমার এতদিনের লেখা সব হাওয়ায় মিশে গেল? এত কষ্ট করে লেখা আমার অসংখ্য কবিতা-অনুভূতি তবে কি আমি কর্পুরের মত হারিয়ে ফেললাম?
জানি, এ-সবই ক্ষণিকের অনুভূতি। তবে কষ্ট করে গড়া নিজের মূল্যবান স্মৃতিগুলো খুব সহজে হারিয়ে যাক- তা কেউ-ই চায়না। আমিও না। তাই অধিকাংশ লেখা নিজের ব্যক্তিগত ফাইলে সেভ করে রাখার পরও মাঝেমাঝে উপরের ভয়টুকু মনকে অস্থির করে তোলে! তখন যেন একটু উদাস হয়ে পড়ি!
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অলসতা ঝেড়ে ফেলে আবার নিয়মিত হবেন!
আপনার চমৎকার উপস্হাপনা থেকে আমাদের শেখার সুযোগ দিবেন-এই প্রত্যাশা ও শুভ কামনা রইল!!
অলসতা ঝেড়ে ফেলে আবার নিয়মিত হবেন!
আপনার চমৎকার উপস্হাপনা থেকে আমাদের শেখার সুযোগ দিবেন-এই প্রত্যাশা ও শুভ কামনা রইল!! আমার ও এটাই প্রতাশা ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন