বেশ অনেকদিন পর

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২১ মে, ২০১৫, ১০:৩১:১৭ রাত

বেশ কিছুদিন ধরে ব্লগে অনিয়মিত হয়ে পড়েছি। গত পাঁচ মাসে সবমিলিয়ে মনে হয় মাত্র তিন-চারটি লেখা পোস্ট করেছি! ব্লগে অনিয়মিত হওয়ার প্রধানতম কারণ হল- অলসতা। দ্বিতীয়ত, গত দেড়মাসে বিভিন্নভাবে চেষ্টা করেও নিজের ব্লগে ঢুকতে পারিনি। কোনো নোটিফিকেশন শৌ করছিলনা। আজকে একটু ভিন্নভাবে চেষ্টা করলাম। হয়ে গেল প্রবলেম সলভড!

ঠিক কী কারণে ব্লগে ঢুকতে পারিনি তা মডারেটররাই জানেন। তবে আমার মত আরো অনেকেই হয়তো এই প্রবলেমে সাফারড হয়ে আছেন। তাঁদের জন্য কোনো সলিউশন প্রোভাইড করা থাকলে খুশি হতাম।

ব্লগে ঢুকতে না পারলে সবচেয়ে বড় যে ভয়টি মাথায় কাজ করে তা হল, তবে কি আমার এতদিনের লেখা সব হাওয়ায় মিশে গেল? এত কষ্ট করে লেখা আমার অসংখ্য কবিতা-অনুভূতি তবে কি আমি কর্পুরের মত হারিয়ে ফেললাম?

জানি, এ-সবই ক্ষণিকের অনুভূতি। তবে কষ্ট করে গড়া নিজের মূল্যবান স্মৃতিগুলো খুব সহজে হারিয়ে যাক- তা কেউ-ই চায়না। আমিও না। তাই অধিকাংশ লেখা নিজের ব্যক্তিগত ফাইলে সেভ করে রাখার পরও মাঝেমাঝে উপরের ভয়টুকু মনকে অস্থির করে তোলে! তখন যেন একটু উদাস হয়ে পড়ি!

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321717
২২ মে ২০১৫ রাত ১২:১৭
দুষ্টু পোলা লিখেছেন : স্বাগতম
321724
২২ মে ২০১৫ রাত ০১:০৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কৃতজ্ঞতা !
321746
২২ মে ২০১৫ সকাল ০৫:১১
কাহাফ লিখেছেন :
অলসতা ঝেড়ে ফেলে আবার নিয়মিত হবেন!
আপনার চমৎকার উপস্হাপনা থেকে আমাদের শেখার সুযোগ দিবেন-এই প্রত্যাশা ও শুভ কামনা রইল!!
321750
২২ মে ২০১৫ সকাল ০৭:০৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ, কাহাফ ভাইজান।
321822
২২ মে ২০১৫ দুপুর ০৩:০৩
আফরা লিখেছেন : কাহাফ লিখেছেন :
অলসতা ঝেড়ে ফেলে আবার নিয়মিত হবেন!
আপনার চমৎকার উপস্হাপনা থেকে আমাদের শেখার সুযোগ দিবেন-এই প্রত্যাশা ও শুভ কামনা রইল!! আমার ও এটাই প্রতাশা ভাইয়া ।
321835
২২ মে ২০১৫ বিকাল ০৪:০১
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনাদের দোয়া আমার সঙ্গে থাকুক। আল্লাহ আমাকে লেখালেখি চালিয়ে যাওয়ার তৌফীক দান করুন।
321938
২৩ মে ২০১৫ রাত ০৩:১৫
লজিকাল ভাইছা লিখেছেন : Go ahead
২৩ মে ২০১৫ বিকাল ০৪:১১
263146
ইমরান বিন আনোয়ার লিখেছেন : শুকরিয়াHappy
321971
২৩ মে ২০১৫ সকাল ১০:৪১
ফাতিমা মারিয়াম লিখেছেন : নিয়মিত হওয়ার জন্য ধন্যবাদ গ্রহণ করুন।
322039
২৩ মে ২০১৫ বিকাল ০৪:১৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : Happyনিয়মিত হতে পারবো কিনা বুঝতে পারছিনা। ভেতরের ইন্সপাইরেশন হারিয়ে ফেলছি। যাই হোক, আপনাদের শুভ কামনা ও উৎসাহের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File