রক্ত নদী পেরিয়ে আমরাও একদিন ফিরে আসব
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৬ জানুয়ারি, ২০১৫, ১০:২৩:৩২ সকাল
লড়াই আমার দুর্গ
যখন দুঃখ-তরঙ্গে আমি হতবিহবল হয়ে পড়ি।
ধৈর্য আমার খোরাক
যখন বন্ধুর পথে আমি তীব্র ভ্রমণে হাঁপিয়ে ওঠি।
ওরা আমার স্বপ্নকে ভূমিসাৎ করবে কি,
আমার স্বপ্ন যে স্বর্গে বাঁধা!
চাইলে আমার ঘর করুক না বিধ্বস্ত,
এ যে নরম কাদামাটিতে গড়া!
আমি ছড়িয়েই যাব প্রতিবাদের আগ্নেয়গিরি- ওই অমানুষের ঔদ্ধত্বে,
অপমান আর গ্লানিতে ওরা হয়ে উঠুক অপ্রত্যয়ী শকুন!
ওরা আমাকে দমিয়ে আমার অধিকার কেড়ে নিবে?
ওদের সাধ্য নেই- ওরা আমার স্বপ্নে কখনো অধিষ্ঠান করবে!
ওরা ঝরাক না আমার রক্ত, পৃথিবীর গিরিপথে আমার
রক্তের প্রবাহ আর্তনাদ করুক,
তবে শেষ পরিনামে ওরা কখনোই বিজয়ী হতে পারবেনা।
ক্ষমতার দম্ভে ওরা চিরকাল বেঁচে থাকবেনা।
একদিন আমরাও বলব;
আমরা ফিরে এসেছি রক্ত নদী পেরিয়ে-
এখন আমাদের হাতেই ক্ষমতা।
সেদিন কি আমরা জ্বলন্ত আগ্নেয়গিরির মত বিস্ফোরিত হব?
জানিনা জানিনা জানিনা...
(কবিতাটি আমার অন্যান্য ব্লগেও প্রকাশিত হয়েছে)
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার স্বপ্ন যে স্বর্গে বাঁধা!"
নাজমুল আহসান লিখেছেন : প্রিয় ইমরান বিন আনোয়ার,অসম্ভব ভালো লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমিও আপনার ভক্ত হয়ে গেলাম বৈকি।আমি খুব দু:খিত যে আমার "ছুঁয়ে দিলেই"ব্লগে আপনার করা প্রেরনাদায়ী সেই কমেন্ট ভুলক্রমে অমি মুছে দিয়েছি। আপনি দয়া করে যদি পূণরায় উক্ত ব্লগে কোন মন্তব্য করেন অশেষ কৃতজ্ঞ থাকবো।
আর কালো মানিকের হুমকি তো আছেই ।
আমার স্বপ্ন যে স্বর্গে বাঁধা । খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
আপনাকেও ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।
পেঁচার সাধ্য কী আর চন্দ্রালোকের বদনাম করার! কিছু নির্বোধ যদিও পেঁচার সূরে সূর মিলায় অযথা! স্বর্গে বাধা স্বপ্ন পুরণে এমন দ্রোহের জ্বালময়ী কাব্যিকতা সমস্ত অনাসৃষ্টি মিটিয়েই দিবে!
অনেক অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান শ্রদ্ধেয় ইমরান বিন আনোয়ার!!
মন্তব্য করতে লগইন করুন