সাদা মৃত্যু! (শীতার্ত মানুষের পক্ষ থেকে)

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ৩০ ডিসেম্বর, ২০১৪, ১০:৪১:৪৪ সকাল

হে শৌখিন বিত্তবিভোর মানবাত্মা! দেখো,

আমার লজ্জা নিবারণের দু'টো জামা নেই।

দূর-জঞ্জালে কুড়িয়ে পাওয়া ছেঁড়া পোশাকেই

আমি আবরু বাচাই।

আমার দু'বেলা পেটপুরে খাওয়ার সামর্থ্য নেই,

খিদের জ্বালায় সবার অলক্ষে মাটিতে গড়াগড়ি খাই।

তুমি কি জান, নির্মম 'হাড়কাঁপানো কনকনে ঠাণ্ডা'

আমাদের প্রতি কতটা নির্দয়? যেন বাস্তুহীনে'র অপরাধে

আমাদের প্রতিটি শিরায় সুচের ঘা' বিঁধে দেয়!

এর চেয়ে যদি মৃত্যু হত-

হয়তো অভিমানের জলটুকু জমাট চোখে

আর ভেসে বেড়াতনা!

তোমাদের প্রতি ক্ষোভ নেই, আছে একরাশ দীর্ঘশ্বাস!

উদ্যাম-নাচে ভরা তোমাদের রাতের হর্ষ-ধ্বনিতে

কখনো আমাদের অসহ্য আর্তচিৎকার পৌঁছে কি?

আমাদের মাথার উপরে ছাদ নেই-

আছে বিচ্ছিন্ন ক'টা শীর্ণ কাঠ,

খড়ের বিছানা জোগাড় করতে চষে ফিরি কত শূণ্য মাঠ!

আমাদের কপাটহীন মাথা গোঁজার আশ্রয়ে

হানা দেয় সাদা মৃত্যু, হিম-কুয়াশারূপে;

এই গরিবদের প্রতিই যেন তার শত বিদ্বেষ!

আমরা অভাবী নিঃস্ব করুণাহীন-

তবু জাগে বন্ধু বাঁচার স্বাদ,

এত নিষ্ঠুর জাড়-প্রলয়ে

এ প্রাণ যে আর টিকেনা - দরদী!

একটু হাত বাড়িয়ে দেবে কি?

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298043
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৮
241346
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনিও ধন্যবাদ নিবেন। Good Luck Good Luck
298049
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৪
লজিকাল ভাইছা লিখেছেন : মন-তন ছুয়ে গেল। অনেক ধন্যবাদ মানব দরদি কবি ।
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০১
241347
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার প্রশংসায় আমারও মন-তন ছুঁয়ে গেছে! Happy Happy চলুন না, আমরা অসহায় মানুষদের জন্য কিছু করি! নিজেদের যতটুকু সাধ্য আছে ততটুকু করতেও দোষ কী! আল্লাহ আমাদের সাহায্য করুন।
298057
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫১
নোমান২৯ লিখেছেন : অসাধারণ।___ Thumbs Up Thumbs Up Applause Applause
তবে কি এটা জানেন না ?এখন আমাদের দেশের মানুষরা ৪বেলা ভাত খায়।?(উতস পিএম)এ কবিতা কানে পৌঁছুলেই জেলে পুরোবে! Big Grin Big Grin
298109
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০৬
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ক'দিন পরে তো আমাদের দেশের মানুষ ৬বেলা ভাত খাবে। তখন নাহয় আরেকটা কবিতা লিখব! ;Winking ;Winking ;Winking আমার কবিতা পড়ে জনাবা পিএম যদি আমাকে জেলে পুরে তাতে আমার কোনো সমস্যা নেই! শুধু ওনার মুখের মধুমাখা কোনো বাণী যেন আমার উদ্দেশ্যে না ছুঁড়ে দেয়। ওনার মুখের যে ভাষা মাশাল্লাহ! Tongue Tongue Tongue
298371
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১২
আফরা লিখেছেন : আমাদের এখানেও অনেক শীত পড়েছে দিনে -৭/-৮ রাতে -১৪/-১৫ আল্লাহর রহমতে আমাদের শীতের কাপড় আছে আর ঘরের ভিতর শীত লাগে না তেমন ।তবু বুঝি শীতের কষ্ট কেমন !

অনেক ধন্যবাদ ভাইয়া বেদনায়ার্ত কবিতার জন্য ।
298483
০১ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৪৮
কাহাফ লিখেছেন :
মানবতার কল্যাণে কাজ করাই ইসলামের নির্দেশ!
আপনার সুন্দর দরদী উপস্হাপনা সবার মাঝে চিন্তার অনুভূতি সৃষ্টি করবে ইনশা আল্লাহ!!
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৩
241735
ইমরান বিন আনোয়ার লিখেছেন : যদি একজন মানুষও আমার কবিতা পড়ে আর্তমানবতার জন্য কিছুটা সদয় হয়, তাতেও যে আমি বর্তে যাব! সেটাও যে আমার নাজাতের অসীলা হয়ে যেতে পারে! আল্লাহ সবাইকে দুঃখী মানুষদের সেবা করার তৌফিক দান করুন।
298603
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আর্তমানবতার আর্তনাদ কবিতার ভাষায় ফুটিয়ে তোলেছেন, অনেক ধন্যবাদ শুভ কামনা আপনার জন্য
298609
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৬
ইমরান বিন আনোয়ার লিখেছেন : নিজের খুব বেশি সামর্থ্য নেই- তাতে কী! আমার ডাকে যদি সামর্থ্যবান দু'টো মানুষ এগিয়ে আসে আর্তমানবতার কল্যাণ কামনায়, তাতেই আমার এই ডাক সার্থক হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
298809
০২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫০
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার আহ্‌বান Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File