প্রিয় সংগীতশিল্পী সামি ইউসুফের 'ফরগটেন প্রমিস' সঙ্গীতের বাংলানুবাদ।- একটি কল্যাণমূলক পোস্ট
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৬ ডিসেম্বর, ২০১৪, ১১:৪৯:০৬ সকাল
" আজ রাতে পৃথিবী ঘুমিয়ে পড়বে।
কিন্তু আমাদের গড়া অঙ্গীকার বাস্তবায়নের জন্য
খিদের জ্বালা তো আর অপেক্ষা করবেনা।
আমরা একি আত্মার ভাগীদার।
একি জগত বিনিময় করি,
তা অনুভবের জন্য আমাদের হাতে
একটাই সময় আছে।
আমরা একই মানবজাতি,
পাশাপাশি আমরা ভাই ভাই,
আমাদের কোনো অনুশোচনায় ভুগতে হবেনা, কারণ
আমরা ভুলে যাবনা যে আমরা মনুষ্যজাতি...
পাশাপাশি আমাদের সব বোনেরাই একে অপরের বোন।
হে আল্লাহ! আমাদের ক্ষমা করো,
হে প্রতিপালক, আমাদের দয়া করো,
তোমার রিজিক বিলাও ক্ষুধার্তদের জন্য,
তাদের থেকে সব দুঃখ দূর কর।
আমাদের কথা সীমিত করা উচিৎ।
কারণ পেটের খিদা আমাদের প্রতিজ্ঞার
বাস্তবায়নের জন্য অপেক্ষা করবেনা।"
প্লীজ, দারিদ্রপীড়িত ও অসহায় মানুষদের সহায়তা করুন।
বাংলাদেশের শীতার্ত মানুষদের সাহায্য করুন। মানবসেবাতেই
প্রভূর সান্যিধ্য লাভ হয়। আপনার দানের একশ' টাকা, একজন অসহায়
মানুষের তিনবেলা খাবারের পাথেয় হতে পারে।
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটি কল্যাণমূলক পোস্ট-এর জন্য ধন্যবাদ।
Right?
হে প্রতিপালক, আমাদের দয়া করো,
তোমার রিজিক বিলাও ক্ষুধার্তদের জন্য,
তাদের থেকে সব দুঃখ দূর কর। আমিন । এই জন্য সামি ইউছুফ কে আমার অনেক ভাল লাগে ।
মন্তব্য করতে লগইন করুন