আমি নিজেও জানিনা কী বলতে চাই
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৫ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৮:৫২ সকাল
তুমি চাইলে কী না হয়!
অথচ সেই তোমার চাওয়াকে উপেক্ষা করি আমি লঘিষ্ঠ!
তুমি ভালোবাসো বলে, যেন অসমাদরেই
পালছেঁড়া বেয়াড়া নৌকাতে চড়ে বসে দুর্বিনীত মন।
নিজের অন্তরাত্মার ব্যথার জলে যখন হাহাকার করি-
অবশেষে তোমাকেই পাই সবার চেয়ে নিঃস্বার্থ।
আহারে আমার হতচ্ছাড়া দুরাচার আত্মা-
যখনি দুর্গম পথে পা বাড়িয়ে হোঁচট খেয়েছে সে,
যখনি তার অন্তঃস্থলে স্বার্থের প্রান্তবর্তী লালসাগুলো
দানা বেঁধেছে কালো ধোঁয়ার মত, তখন
উপায় না দেখে, কোনো অবলম্বন খুঁজে না পেয়ে
তোমার পবিত্র পায়ে মেকি কান্নার ঝড় তুলেছে!
তারপর আবারো পসরা সাজিয়ে বসেছে তার সকল
অসাধু অভিনয়ের ভণ্ডামির!
আর তুমি, আমার দ্বিধাভরা অবিশ্বাসী মনে
অকুণ্ঠে নিজের সার্বভৌম ভালোবাসার দূর্গ নির্মাণ করেছো।
আমি ভালবেসে কেন তোমায় চিনিনা?
তোমার ভালবাসা পেয়েই কেন তোমায় ভাবি?
আমি কী বলতে চাই তা নিজেও জানিনা।
ভাষাও যে তোমারই অনুচর! তাই কী বলব
তা আগেই জেনে তুমি শুধু শুনতে চাও;
'তোমায় আমি ভালোবাসি।"
বিশ্বাস করি, তুমি না চাইলে কিছুই হতনা।
তোমার চাওয়া আর না চাওয়ার মধ্যিখানে
কর্পুরের মত জেগে আছে এই ব্রহ্মাণ্ড!
তবুও কেন ভুলে যাই তোমায়?
তবু কেনো পথ হারাই অন্ধকারে?
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মধুর মধুর স্মৃতিগুলো রক্ত ঝরা এই অন্তরে
দুনিয়ার মোহময়তায় আচ্ছন্ন বারবার ভূল করা আত্মার স্রষ্টার কাছে নিবেদিত আকুঁতি আধ্যাতিকতার নতুন মাত্রা যোগ করল যেন!!
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইল!!
মন্তব্য করতে লগইন করুন