ওফফ, হাত নাড়াতে পারছিনা কেনো

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৫ ডিসেম্বর, ২০১৪, ১১:০৪:৫৯ সকাল

"ভাবছি, কেনো আমার স্বজনেরা এখানে আমায় একা ফেলে

চলে গেছে বহু দূর! তারা কি আমার প্রতি ক্ষুব্ধ?

একাকী নির্জন আর অপ্রশস্ত এই মাটির ঘরে,

আমি শুয়ে আছি জড়াগ্রস্থভাবে, কেমন যেন নিষ্প্রাণ!

চারপাশে কাদের পদধ্বনি, অচেনা অস্পষ্ট ফিসফিসানিতে

কথা বলছে কারা? আমাকে ঘিরে এ কী রসিকতা শুরু হল!

একটু আগেই তো আমি জেগে ছিলাম, আমার পাশে

আমার বন্ধু, মা-বাবা; সবাই ছিল। অথচ এখন কিছুই নেই।

সবকিছু কেমন অপরিচিত ঠেকছে!

গায়ের সাথে লেগে থাকা এই ঘনিষ্ট নরম মাটিও

কেমন যেন অ-বন্ধুর মত আচরণ করছে! হঠাৎ করেই

এর কোমল স্পর্শ এক অবিশ্বাস্য রূঢ় কর্তৃত্বের রূপ নিয়েছে।

যেন অস্ফুট ভয়ানক স্বরে বলছে, "আজ তোমার বিচার হবে।

এই অন্ধকার ছোট্ট অধিবাসে, তুমি আজ স্বাগত নও।

প্রতিটি ন্যায়-অন্যায়ের হিসাব চুকিয়ে, উত্থাপিত সকল অভিযোগের

পুঙ্খানুপুঙ্খ ব্যখ্যা দিয়ে, তবেই মিলবে নিস্তার!"

এ আমি কোথায় এলাম! এখানে ভয় শঙ্কা আর চোখের জলের প্রতি

ন্যূনতম সহানুভূতিও নেই কারো। এই উঁচুনিচু ভীতিপ্রদ মাটির ডেরা-

যেন সমবেদনা নয়, সত্য প্রতিষ্ঠার মঞ্চ!

আমি কি স্বপ্ন দেখছি? একটু চিমটি কেটে নিই তো!

ওফফ, হাত নাড়াতে পারছিনা কেনো? এই সাদা কাপড়ের

তিন প্রস্থ কুণ্ডলীতে কারা আমায় নিষ্ঠুরের মত বেঁধে রেখেছে?

আমার স্বজনেরা? তবে কি আমি...? না...

আরে, কে বলছে, "আসসালামু আলাইকুম ইয়া আহালাল কুবূর"!"

বিষয়: বিবিধ

৯৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294505
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫০
অনেক পথ বাকি লিখেছেন : ভাবতেই যেন কিরকম লাগে। একদিন আমিও এরকম হবো। Sad Sad Crying Crying
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৯
238011
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আল্লাহ আমাদের সহায় হোন
294507
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এখানে ভয় শঙ্কা আর চোখের জলের প্রতি
ন্যূনতম সহানুভূতিও নেই কারো। এই উঁচুনিচু ভীতিপ্রদ মাটির ডেরা-
যেন সমবেদনা নয়, সত্য প্রতিষ্ঠার মঞ্চ!
ভাবতেই সারা শরীর শিহরিত হয়ে উঠছে। আল্লাহ সে দিন আমাদের জন্য সব সহজ করে দিন আমিন। দারুন বর্ণনা ভঙ্গি, অসাধারণ কবিতা। শুভ কামনা থাকলো Rose Rose Rose Rose Rose
294525
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ও আল্লাহ! সেদিনের সে অসহায় বন্ধুহীন পরিবেশে, তুমিই আমাদের পাশে থেকো। আমিন।
294548
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
আফরা লিখেছেন : এত্ত ভয় পাইলাম ।আল্লাহ আমাদের ক্ষমা করুন ।

ও আল্লাহ! সেদিনের সে অসহায় বন্ধুহীন পরিবেশে, তুমিই আমাদের পাশে থেকো। আমিন।
১৫ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৯
238069
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কাল রাতে একাকী যখন শুয়েছিলাম, অন্ধকার কামরায় এই কথাগুলো খুব মনে বাজছিল। পুরো রাত তেমন ভাল ঘুম হয়নি। সকালে ওঠে তাই কথাগুলো লিখে ফেললাম। ভয় তো পেয়েছিই, তবে মনে মনে এটাও আশা করেছি যে, আল্লাহ নিশ্চয় আমাদের প্রতি সদয় হবেন। আল্লাহ যেন রহম করেন। আমিন।
294574
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
ভিশু লিখেছেন : সুন্দর করে লিখেছেন। ভয় পেলেই কি, আর অপছন্দ হলেই বা কি - ঐদিনটি তো খুবি দ্রুতই ছুটে আসছে আমাদের সবার দিকে। প্রস্তুতি নিতে নিতে হবে সেভাবেই... Day Dreaming
জাযাকাল্লাহ খাইর... Praying Praying Praying
294590
১৫ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : "ভয় পেলেই কি, আর অপছন্দ হলেই বা কি - ঐদিনটি তো খুবি দ্রুতই ছুটে আসছে আমাদের সবার দিকে। প্রস্তুতি নিতে হবে সেভাবেই..."
সত্যি, মনে কিছুটা আশার আলো যেন দেখতে পেয়েছি আপনার কথায়। আসলেই তো, যে নিয়তি আমাদেরকে বরণ করতেই হবে, তাকে ভয় না পেয়ে তার জন্য আগে থেকেই প্রস্তুতি নেয়া ভাল। এতে আত্মার প্রশান্তি হয়। আল্লাহু ইউসাল্লিমাক ইয়া আখীল কারীম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File