সবাইকে শুভ সন্ধ্যা

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৩ ডিসেম্বর, ২০১৪, ১০:১৮:৪৪ সকাল

না, এটি কোনো হলুদ ক্যানভাস নয়;

এটি গোধূলির আকাশ।

দূরে মায়াবিনী হরিণীর মত নাচতে থাকা চিত্রটি-

না, কোনো প্রাণের অবয়ব নয়;

সেটি শৈশবের ডানপিটে ঘুড়ি।

রাতের আহ্বানে, অনিবিড় বিকেলটুকু

ধীরপায়ে এগিয়ে চলেছে শব্দহীন;

আরো একটি দিনের শেষে।

ঝাঁক বেঁধে উড়ে চলা পাখিগুলো এখন আর

ছুটবেনা। শ্রান্তি আর শূণ্যতা যেন

অক্টোপাসের মত তাদের গিলে নিয়েছে। তাই

সময়টা এখন বিশ্রামের। গল্প-গুজবের!

সূর্যের কান্না যদি হয় রক্তিম, তবে এখন

সন্ধ্যা নয়, রাতের কাছে দিনের পরাজিত হওয়ার

ব্যথায়- সূর্যের চোখে ভাসছে আগুনে জল!

গাছের মাথায় খোকাদের কলজে কাঁপানো

অখণ্ড আঁধারে ঘোষিত হচ্ছে; রাত হতে বেশি দেরি নেই।

সময়ের চক্র এখন পরিবর্তন চাইছে,

নির্ঘন্ট সুরে ধ্বনিত হচ্ছে রাণী চাঁদের আগমন।

তারার কানাঘুষায় জেগে থাকবে রাত-

আরো একটি সকালের অপেক্ষায়।

তার আগে, সবাইকে শুভ সন্ধ্যা

বিষয়: বিবিধ

৫১৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293850
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪১
অনেক পথ বাকি লিখেছেন : আপনি কি কোনো বিজয় আগমনের বার্তা পাচ্ছেন বা দিচ্ছেন? কঠিন কবিতা বুঝি কম। তাই হয়তো আমার এটাই মনে হলো যে নতুন কোনো সকালের প্রত্যাশায় আপনি প্রহর গুণছেন।

কবিতায় শুভকামনা।
293852
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫১
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আসলে আপনার মত করে ভাবিনি। কাল টিভিতে খেলা দেখছিলাম। সেখানে সন্ধ্যার চিত্রটি খুব মনোরমভাবে তুলে ধরা হয়েছিল। সেটা দেখেই এই কবিতাটি লিখে ফেললাম। তবে আপনার কথায় মনে হচ্ছে, আসলেই তো; এই কবিতায় একটি নতুন বিজয়- দিনেরও বার্তা প্রকাশ পেয়েছে! আপনাকে ধন্যবাদ। কবির অজান্তেই কবিতাকে এতটা সুন্দরভাবে অনুভব করার জন্য। ভালো থাকুন।
293887
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫০
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
293912
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পড়েছেন বলে আন্তরিক ধন্যবাদ
294066
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১৫
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
294134
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ আপনাকেও!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File