সবাইকে শুভ সন্ধ্যা
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৩ ডিসেম্বর, ২০১৪, ১০:১৮:৪৪ সকাল
না, এটি কোনো হলুদ ক্যানভাস নয়;
এটি গোধূলির আকাশ।
দূরে মায়াবিনী হরিণীর মত নাচতে থাকা চিত্রটি-
না, কোনো প্রাণের অবয়ব নয়;
সেটি শৈশবের ডানপিটে ঘুড়ি।
রাতের আহ্বানে, অনিবিড় বিকেলটুকু
ধীরপায়ে এগিয়ে চলেছে শব্দহীন;
আরো একটি দিনের শেষে।
ঝাঁক বেঁধে উড়ে চলা পাখিগুলো এখন আর
ছুটবেনা। শ্রান্তি আর শূণ্যতা যেন
অক্টোপাসের মত তাদের গিলে নিয়েছে। তাই
সময়টা এখন বিশ্রামের। গল্প-গুজবের!
সূর্যের কান্না যদি হয় রক্তিম, তবে এখন
সন্ধ্যা নয়, রাতের কাছে দিনের পরাজিত হওয়ার
ব্যথায়- সূর্যের চোখে ভাসছে আগুনে জল!
গাছের মাথায় খোকাদের কলজে কাঁপানো
অখণ্ড আঁধারে ঘোষিত হচ্ছে; রাত হতে বেশি দেরি নেই।
সময়ের চক্র এখন পরিবর্তন চাইছে,
নির্ঘন্ট সুরে ধ্বনিত হচ্ছে রাণী চাঁদের আগমন।
তারার কানাঘুষায় জেগে থাকবে রাত-
আরো একটি সকালের অপেক্ষায়।
তার আগে, সবাইকে শুভ সন্ধ্যা
বিষয়: বিবিধ
৫১৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতায় শুভকামনা।
মন্তব্য করতে লগইন করুন