তুমি না এলে
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১২ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৮:৫১ সকাল
তুমি না এলে বুঝতাম কি, বন্ধু কাকে বলে?
তুমি না এলে কী-বা এসে যেত, উদয়-অস্তাচলে!
তুমি না এলে ভাবতাম কি, গোলাপে ফুটে প্রেম?
কেন হৃদয়ের মৌনতা শুধু, শ্রী-মুখেই করে ধ্যান!
তুমি না এলে জাগত কি বেলা, পাখিদের কলতানে
তুমি না শুধালে চিত্ত কি আর, মুখরিত হত গানে?
তুমি না এলে কে-যে শোনাত, ভরা শোকে সান্ত্বনা!
কার কথাগুলো পুস্প-মুকুলে, হত শিশিরের দানা।
তুমি না এলে রূপের মোহে বিভোর হতনা মন,
ভাবে-আবেগে সাধু-বৈরাগী খুঁজতনা তপোবন।
তুমি না এলে বৃক্ষলতায় সাঁজত কি কোনো ফুল,
ভালোবাসা আর অথৈ প্রেমে, বাঁধত কি খোঁপা- চুল?
তুমি ছাড়া এই ভাবনা-কবিতা একীভূত হত কীসে?
তুমি এসেছিলে-সেই পুলকে, নিখিলের প্রাণ হাসে।
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই পৃথিবী ভালবাসিতে জানে।
এই পৃথিবী ভালবাসিতে জানে।
মন্তব্য করতে লগইন করুন