চিতলের নিত্য সাথী সরষে-গুঁড়োয় নাক জলেনা
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১০ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪১:৫৮ সকাল
এখন আর হয়না বিকেল বন্ধুর পাশে কোমল ঘাসে,
এখন আর খেলার মাঠে, পরাজিতকেও- দেখিনা হাসে।
এখন আর নেই সে সকাল, শীতের কুয়াশা গায়ে জড়িয়ে-
ধোঁয়া উঠা গরম ভাপা, দেয়না'তো আর মন ভরিয়ে।
এখন আর ঝালমুড়িতে মরিচ খেয়ে চোখ কাঁদেনা,
চিতলের নিত্য সাথী সরষে-গুঁড়োয় নাক জলেনা।
এখন আর তর্কে হেরে বকিনা তোদের 'মিথ্যেবাদী'!
অবশেষে মুচকি হেসে দিইনা ছেড়ে ঝগড়াঝাঁটি।
এখন আর বিকেল হলেই বলিনা যে, 'কোথায় আছিস'?
স্মৃতিদের হাতড়ে ফিরি, মনে বলি 'ভালো থাকিস'!
এখন আর গ্রামের পথে হয়না হাঁটা স্বপ্ন ধরে,
অকারণে যাইনা রেগে, হাসিনা'তো দু'চোখ ভরে।
এখন আর ভর দুপুরেও ঘাম ঝরিয়ে খেলিনা ক্রিকেট,
কাটাকাটি-কথার বিবাদ হয়না- আগে করবে কে ব্যাট?
এখন আর জীবন মানেই ভেসে থাকা রঙধনু নয়,
হিসেবের একটু ভুলেই ধেয়ে আসে জয়-পরাজয়।
এখন আর পাইনা তোদের সবসময়ের আড্ডাগুলোয়,
অতীতের সুখ-পাখিরা উড়ে গেছে পেঁজা তুলোয়।
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন