আমরা যারা গরীব ব্লগার
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০২ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৫:১৪ সকাল
আমার এক বন্ধু আছে, সে 'টুডে ব্লগ'কে পছন্দ করেনা। তার যুক্তি, টুডে ব্লগে শুধুমাত্র কয়েকজন অযোগ্য ব্যক্তির লেখাকেই গুরুত্ব দেয়া হয়! তাই সে এই ব্লগে লিখতে চায়না। দু-একজনের নামও সে উল্লেখ করেছে, যারা লেখক না হয়েও মহাসাহিত্যিকের মর্যাদা পেয়ে বসেছেন! আমি অবশ্য তার কথায় তেমন গুরুত্ব দিইনা। আর বন্ধু হিসেবে তার একটি অপছন্দের বিষয় নিয়ে তার সাথে তর্কেও লিপ্ত হতে চাইনা। আমি তাকে বলি; প্রায় সব ব্লগেই তো এমনটি দেখা যায়! ব্লগ-পরিচালকগণ তাদের পছন্দের মানুষদের কিছু বদান্যতা দেখানোর চেষ্টা করেন! তাদের লেখাগুলো যাতে সবার দৃষ্টিগোচর হয় সে ব্যবস্থা নেন! আমার বন্ধু আমার সাথে একমত হয়না। সে প্রমাণ দেখানোর চেষ্টা করে যে, সব ব্লগের এডমিনরা টুডে ব্লগের মত নয়! আমি গা মাখাইনা। লেখালেখিটা আমার কাছে আবেগের অন্য নাম। ভালোলাগা-মন্দ লাগা, দুঃখকষ্ট- সবকিছুকে কলমের ভাষায় প্রকাশ করতে পারার নামই হল লেখালেখি! এই লেখা দিয়েই আমি নিঃসঙ্গতাকে হারিয়ে দিই। তাই আমার লেখা কেউ পড়ল কি পড়লনা, অথবা আমার প্রশংসায় অন্যরা দু'টো স্তুতিবাক্য খরচ করল কিনা- সে নিয়ে আমার মাথাব্যথা নেই।
তবে হ্যা, বন্ধুর কথাগুলো যদি সত্যি প্রমাণিত হয়, একটি 'উর্বর প্রসন্ন ব্লগ চত্বরেও' যদি স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়; তবে সেটা সত্যিই পীড়া দেয়ার মত ব্যপার! আর দৃশ্যমান যে ব্যপারটি সবসময় ঘটছে; টুডে ব্লগে সাধারণ ব্লগারদের লেখাগুলোর 'পঠিত সংখ্যা' যখন টেনেটুনে পঞ্চাশ ও পার হয়না, সেখানে তুলনামূলক 'কৃপাধণ্য' ও 'অনুপযুক্ত' লেখাগুলো নির্বাচিত পোস্টের মর্যাদা পেয়ে যায়! এটা দেখে বন্ধুর কথাকে স্বীকার না করে যেন উপায় থাকেনা! ব্যপারটা মনস্তাত্ত্বিকভাবে আমাদেরকে ছোট বানিয়ে দেয়। আমরা যারা গরীব ব্লগার, আমাদের মনে হতে পারে- আমাদের প্রতি অবহেলা ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ করা হচ্ছে। আমি মনেপ্রাণে চাই আমার এই অমূলক ধারণাটুকু মিথ্যে হোক। কিন্তু এটা যদি সত্যি হয়ে যায়, আমার বন্ধুর ক্রোধ যদি বাস্তবের মাটিতে শক্ত অবস্থান পেয়ে যায়, তাহলে আমাদের মন সত্যিই টুডে ব্লগকে দোষারূপ করতে শুরু করবে! দোয়া করি এমনটি যেন কভূ না হয়!
বিষয়: বিবিধ
১৩৮৪ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'ভাল লাগা-মন্দ লাগা,দুঃখ-কষ্ট, হাসি-আনন্দ সব কিছুকে কলমের ভাষায় প্রকাশ করার নামই লেখালেখি!'
আপনাদের এমন সুন্দর লেখা পড়ে আমিও নিজের নিঃসংগতা ভূলে থাকি!
ধন্যবাদ কাহাফ ভাইয়া, আমার লেখার একটা বর্ণও আপনার ভালো লাগে, তবে তাতেই আমার লেখার সফলতা! ভালো থাকুন।
আমি আসলে 'কমেন্ট ব্লগার'
আপনাদের সব লেখে পড়েই আমার নিঃসংগতা কে ভূলে থাকি সত্যিই!
অনেক শুভ কামনা আপনার জন্যে!!
প্রথম আলো ব্লগে দেখতাম হাসিব সাহেব কোন লেখা দিলেই স্টিকি হত। সেটা দুইলাইনের পোষ্টই হোক না কেন। এস বি ব্লগে মোহায়মেন ভাইয়ার লেখা বেশির ভাগ সময় স্টিকি হত। অবশ্য তিনি লিখতেনও ভালো। তবুও! অনেক ভালো ব্লগারদের লেখা পাঠক শুন্যতায় হারিয়ে গেলেও তাদের নিজেদের পোষ্ট কখনো এভাবে হারাতে দেন না। এটা ব্লগের মালিক হবার সুবিধা। সামুতেই দেখেন না। শরত বাবু,জানা মেডাম যাই লিখুন না কেন নির্বাচিত। কিন্তু অনেক ভালো ব্লগারদের লেখা এমনিতেই হারিয়ে যায়। আর এসব মেনে নিয়েই ব্লগিং করতেই হয়। জোর যার,মুল্লুক তার। এখন কাউকে ইসলামিক মাইন্ড ভেবে আরেকটু উদারতার পরিচয় দিবে যদি ধরে নেন সেটা হবে আপনার বোকামি। ধন্যবাদ। হেপি ব্লগিং।
আমার লেখা জীবনেও স্টিকি হবে না এটা ১০০০০০০০০০০০০০০০% গ্যারান্ডি
ঐ কইন্না মিলাইয়া একটা ব্লগ বানাইয়া ফালান ভাই! আমিও থাকমু ওখানে!! <:-P
ছালসাবিল ভাই! আমার চেতনা এতো শানিত না! রাজাকার রাজাকার গন্ধে মরে যাবে ঐ মাইয়া!
আপনারই থাক!!!
বোকারা রইবে পিছে
এই কথাটা মানতে হবে
নয়তো ডাহা মিছে।
আপু,
প্রশ্ন পত্র ফাস হয়েছে,
মেধা গেছে রসাতলে,:D/
এই মেধাতে কাজ হবে কি,
স্বজন পৃতি হোলে
সাধারণ একটা পরিবারেও একজন কর্তা থাকে। তার অধীনে বউ, বাচ্চা, বাবা, মা ভাই- বোন যদি থাকে একজন কর্তার পক্ষে সম্ভব হয় না সবার কাছে সমান ভাল হবার ।
ব্লগের হয়ত কয়েকজন এডমিন আছে আর ব্লগার অসংখ্য । কাজেই তাদের পক্ষে ও সম্ভব নয় সবার কাছে মনমত হওয়া ।
তবে আমি এই বিডি ব্লগে যতটুকু দেখেছি এই আমার ১ বছরে ব্লগিংয়ে আমি দুইটা প্রতিযোগীতা দেখেছি, সেখানে বিজয়ী লেখা গুলো আর যত ষ্টিকি পোষ্ট দেখেছি আমার কাছে মনে হয়েছে সেগুলো আসলেই স্টিকি আর বিজয়ী হওয়ার মতই লেখা ।
তাই আমি মনে করি এসব নিয়ে চিন্তা না করে আমাদের সাধ্যমত আমাদের লেখাকে ভাল মানে নিয়ে যাবার চেষ্টা করি ।
আপনাকে ধন্যবাদ ।
স্টিকি হওয়া পোস্টে পোস্ট দাতারা বেশীর ভাগ মেয়েরাই হয়ে থাকে যাদের পোস্টও হয় স্বপ্ন বিলাসী , উপদেশ মূলক যার সাথে বাস্ত কর্মকান্ডের আদৈ কোন মিল নেই - ঠিক যেমন আমাদের পলিটিশিয়ানরা । কথা শুনলে/পড়লে মনে হবে যে উনাদের মত আদর্শ নারী হয়ই না ।
কিছু আলু টাইপ ব্লগার আছে যারা মেয়েদের পোস্ট পেলেই প্রশংসাসূচক বাক্য বলে ধন্য হতে চায় ।
কিন্তু এসব ভালো মানুষী পোস্টের পোস্ট দাতাদের বেমক্কা তিতা প্রশ্ন করলেই উনাদের আসল চেহারা বের হয়ে যায় ।
উনারা সেই সুদৃশ্য আপেল যা বাহির থেকে দেখতে ভাল লাগলেও ভেতরটা কলুষতায় ভরপুর।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন